বিধ্বংসী প্যারিস সঁ জরমঁ। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির সামনে ইউরোপ সেরা প্যারিসের ক্লাব।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শেষ চারে পিএসজি বনাম রিয়াল ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপে। পুরনো ক্লাবের বিরুদ্ধে তিনি জ্বলে উঠতে পারেন কি না তা নিয়েই তুঙ্গে ছিল চর্চা। কিন্তু লুইস এনরিকের চালে এমবাপে কখনওই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। খেলা শুরু হওয়ার ছ’মিনিটের মধ্যে ১-০ করেন ফাবিয়ান রুইস। ৯ মিনিটে ব্যবধান বাড়ান ওসমান দেম্বেলে। ২৪ মিনিটে ফের ফাবিয়ান গোল করেন। ৮৭ মিনিটে ৪-০ করেন গন্সালো র্যামোস।
দুরন্ত ছন্দে চেলসির নতুন তারকা জোয়াও পেদ্রোও। ব্রাজিলীয় ফরোয়ার্ডের জোড়া গোলেই ফ্লুমিনেন্সকে ২-০ হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাব। মাত্র আট দিন আগেই ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন পেদ্রো। কোয়ার্টার ফাইনালে পামেইরাসের বিরুদ্ধে ৫৪ মিনিটে অভিষেক হয় তাঁর। মঙ্গলবার নিউ ইয়র্কে শেষ চারে পুরনো ক্লাবের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন পেদ্রো। ১৮ মিনিটে দুরন্ত গোলে এগিয়ে দেন তিনি। ২-০ করেন ৫৬ মিনিটে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে ক্ষমা চান চেলসির নতুন তারকা। কারণ, ফ্লুমিনেন্স থেকেইযে উত্থান পেদ্রোর।
ম্যাচের পরে পেদ্রো বলেছেন, “আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। এর থেকে ভাল বোধ করি আর কিছু হত না।” যোগ করেছেন, “ক্লাব বিশ্বকাপে প্রথম গোল করতে পেরে দারুণ লাগছে। মাত্র আট দিন আগে চেলসিতে যোগ দিয়েছি। আর এখনফাইনাল খেলতে চলেছি।” চেলসির ম্যানেজার এনজ়ো মারেস্কা উচ্ছ্বসিত পেদ্রোর খেলায়।
ক্লাব বিশ্বকাপ
পিএসজি৪ রিয়াল ০
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)