মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতিটি ম্যাচেই গোলের বন্যা দেখা গেল। প্যারিস সঁ জরমঁ, বার্সেলোনা-সহ প্রায় সব ক’টি বড় দলই জিতেছে বড় ব্যবধানে। সব মিলিয়ে ন’টি ম্যাচে ৪৩টি গোল হয়েছে। ছ’টি দল চার বা তার বেশি গোল করেছে।
বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে পিএসজি-র ৭-২ জয়ের ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছে। এ ছাড়া বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। পিএসভি আইন্দোভেনের কাছে নাপোলির ২-৬ গোলে হার দিনের অঘটন। আর্সেনাল, ইন্টার মিলান জিতেছে চার গোলে।
পিএসজি-র সাত গোল
লেভারকুসেনের মাঠে প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে যায় পিএসজি। উইলিয়াম পাচো প্রথম গোল করেন। এর পর ডিজ়ায়ার ডুয়ের জোড়া গোল। একটি গোল করেন কিভিচা কাভারাৎস্কেলিয়া। প্রথমার্ধে দুই দলই দশ জনে হয়ে যায়। লাল কার্ড দেখেন লেভারকুসেনের রবার্ট আনদ্রিচ এবং পিএসজি-র ইলিয়া জ়াবারনি। দ্বিতীয়ার্ধে পিএসজি-র হয়ে গোল নুনো মেন্দেস, উসমানে দেম্বেলে এবং ভিটিনহার। লেভারকুসেনের হয়ে দুই অর্ধে দু’টি গোল আলেক্স গার্সিয়ার।
হ্যাটট্রিক ফার্মিনের
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচ হেরে একটু চাপে ছিল বার্সেলোনা। মঙ্গলবার তারা ৬-১ ব্যবধানে হারিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে। হ্যাটট্রিক করেছেন ফার্মিন লোপেজ়। জোড়া গোল মার্কাস রাশফোর্ডের। একটি গোল লেমিনে ইয়ামালের। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের সান্তিয়ানো হেজ়ে লাল কার্ড দেখেন। তার পরে চারটি গোল করে বার্সা। কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন লোপেজ়।
আর্সেনাল, ইন্টারের চার গোল
গত মরসুমে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টারে হারিয়েছিল আর্সেনাল। এ বার মাদ্রিদের আর এক ক্লাব আতলেতিকোকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করলেন ভিক্টর গিয়োকেরেস। সাত ম্যাচ পর গোল পেলেন তিনি। বাকি দু’টি গোল গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। অন্য দিকে, ইউনিয়ন সঁ জিলোয়াসকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। একটি করে গোল করেছেন ডেনজ়েল ডামফ্রাইস, লাউতারো মার্তিনেস, হাকান চ্যালহানোগ্লু এবং ফ্রান্সেসকো পিয়ো এসপোসিতো।
আরও পড়ুন:
থামছেন না হালান্ড
ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। একটি গোল আর্লিং হালান্ডের। চলতি মরসুমে ১৪টি ম্যাচে ২৪টি গোল করলেন তিনি। টানা ১২টি ম্যাচে গোল করলেন। আর এক ইংরেজ ক্লাব নিউক্যাসল ৩-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। জোড়া গোল হার্ভে বার্নসের। কোপেনহাগেনকে ৪-২ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নাপোলি ২-৬ হেরেছে আইন্দোভোনের কাছে।