রিয়াল মাদ্রিদের রিজ়ার্ভ দলে খেলেন তিনি। সেই গঞ্জালো গার্সিয়ার গোলেই লেগানেসকে ৩-২ হারিয়ে কোপা দেল রে-র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। সংযুক্তি সময়ে গার্সিয়ার গোল রিয়ালের জয় নিশ্চিত করে। অন্য দিকে, ইংল্যান্ডের লিগ কাপ সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসল।
১৮ মিনিটে লুকা মদ্রিচ এবং ২৫ মিনিটে এনদ্রিক রিয়ালকে ২-০ এগিয়ে দিয়েছিলেন। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন জুয়ান ক্রুজ়। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান তিনিই। এক সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। তবে সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে ব্রাহিম দিয়াজ়ের ক্রসে মাথা ছুঁইয়ে জয়সূচক গোল করেন গার্সিয়া।
গোল করে ২০ বছরের ফুটবলার বলেছেন, “আমি উত্তেজিত। আবেগে ভাসছি। ছোটবেলা থেকে রিয়ালের সিনিয়র দলের হয়ে গোল করার স্বপ্ন ছিল। আমার গোলেই দল সেমিফাইনালে গিয়েছে দেখে খুব ভাল লাগছে।” শেষ বার ২০২২-২৩ মরসুমে কোপা দেল রে জিতেছিল রিয়াল।
এ দিকে, লিগ কাপের ফাইনালে উঠে ৭০ বছরের পর ঘরোয়া ফুটবল বড় ট্রফি জেতার মুখে নিউক্যাসল। প্রথম পর্বে আর্সেনালকে ২-০ হারানোর পর ফিরতি পর্বেও একই ব্যবধানে জিতেছে তারা। দ্বিতীয় পর্বে গোল করেছেন জেকব মার্ফি এবং অ্যান্টনি গর্ডন। ১৬ মার্চ ফাইনাল। সেখানে লিভারপুল বনাম টটেনহ্যাম ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।
আরও পড়ুন:
২০২১ সালে নিউক্যাসল কিনে নেয় সৌদি আরব নিয়ন্ত্রিত সংস্থা। তার পর থেকে উন্নতি হচ্ছে ইংল্যান্ডের ফুটবল জনপ্রিয় এই ক্লাবটির। শেষ বার তারা ১৯৫৫ সালে এফএ কাপ জিতেছিল। সেটাই তাদের শেষ বড় ট্রফি।