লা লিগা
লেভন্তে ১ রিয়াল ৪
অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপে। বিধ্বংসী রিয়াল মাদ্রিদ। লেভন্তের বিরুদ্ধে ৪-১ জয়ের রাতে উদয় ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।
লেভন্তের বিরুদ্ধে খেলা শুরু হওয়ার ২৮ মিনিটের মধ্যেই পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ১০ মিনিট পরে ব্যবধান বাড়ান ফ্রাঙ্কো। রিভার প্লেট থেকে এই মরসুমেই স্পেনের ক্লাবে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সি আর্জেন্টিনীয় মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে মঙ্গলবার রাতেই প্রথমগোল করলেন ফ্রাঙ্কো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হার বাঁচাতে মরিয়া হয়ে ওঠে লেভন্তে। ৫৪ মিনিটে ব্যবধান কমান কার্ল এটা ইয়ং। যদিও লেভন্তে শিবিরে স্বস্তি দীর্ঘ স্থায়ী হয়নি। ৬৪ মিনিটে এমবাপে পেনাল্টি আদায় করেন। ৬৮ মিনিটে ফরাসি তারকাই পানেনকা কিকে ৩-১ করেন। দু’মিনিটের মধ্যে ফের জ্বলে ওঠেন এমবাপে। এ বার আর্দা গুলেরের পাস থেকে গোল করেন তিনি। চলতি মরসুমে ৭ ম্যাচে ৯ গোল করলেন এমবাপে। এর মধ্যে লা লিগায় ৬ ম্যাচে করেছেন ৭ গোল। বাকি দু’টি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। একমাত্র মায়োরকার বিরুদ্ধেই গোল পাননি এমবাপে।
লা লিগায় জয়ের ডাবল হ্যাটট্রিক করে ১৮ পয়েন্ট অর্জন করে শীর্ষ স্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার অর্জিত পয়েন্ট ১৩।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)