Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lionel Messi

মেসি কি সত্যিই দল বদল করবেন? জানিয়ে দিলেন ঘনিষ্ঠ বন্ধু আগুয়েরো

পিএসজি ধরে রাখতে চায় মেসিকে। আরও অন্তত তিনটি ক্লাবের প্রস্তাব রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু আগুয়েরো দু’টি ক্লাবের কথা বলেছেন।

picture of Lionel Messi

মেসির ক্লাব বদল নিয়ে ইঙ্গিত দিলেন আগুয়েরো। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৪:৪৮
Share: Save:

এক দিকে পুরনো ক্লাবের আহ্বান। অন্য দিকে পারিশ্রমিকের অঙ্ক। লিয়োনেল মেসি কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছেন। এমনই দাবি মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিয়ো আগুয়েরোর।

ক্লাব এবং জাতীয় দলে মেসির প্রাক্তন সতীর্থ আগুয়েরো বলেছেন, প্যারিস সাঁ জারমঁর সঙ্গে চুক্তি শেষ হলে আবার বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক নাকি পুরনো তিক্ততা ভুলে বার্সেলোনার দিকে ৫০ শতাংশ পা বাড়িয়ে রয়েছেন। আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার বলেছেন, ‘‘মেসির বার্সায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা এখন ৫০-৫০।’’

মেসির কাছে বার্সেলোনা ছাড়াও একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে বলে শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, সৌদি আরবের আল ইত্তিহাদ পেতে চায় আর্জেন্টিনার অধিনায়ককে। ইন্টার মায়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকব্যাম। তিনি গত কয়েক মাস ধরে মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অন্য দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের প্রধান প্রতিপক্ষ আল ইত্তিহাদও মেসিকে দলে পেতে চাইছে। আবার পিএসজিও তাঁকে ধরে রাখতে চায়। মেসি নিজে যদিও ক্লাব পরিবর্তন নিয়ে কোনও মন্তব্য করেননি।

একটি সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, ‘‘আমার মনে হয় মেসি বার্সেলোনায় খেলেই অবসর নেবে। বার্সা ওর কাছে বাড়ির মতো। ওখানে খেলে অবসর নিলেই সব থেকে ভাল হবে ওর জন্য। আমার মতে ৫০ শতাংশ হলেও মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’

আরও একটি সম্ভাবনার কথাও জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘‘মেসি নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে গেলেও অবাক হব না। কারণ একটা সময় গুরুত্ব দিয়ে নিউওয়েলসে ফেরার কথা ভাবছিল মেসি। কারণ ওটাই ওর প্রথম ক্লাব। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা বলেছিল।’’

মেসি আগামী দিনে কোথায় খেলবেন, তা নিয়ে নানা জল্পনা চললেও আর্জেন্টিনার অধিনায়ক নিজে কিছু জানাননি এখনও। যদিও স্পেনের সংবাদমাধ্যমের দাবি, শর্তসাপেক্ষে কম পারিশ্রমিকে মেসি বার্সেলোনায় ফিরতে রাজি। সে ক্ষেত্রে তাঁর সংবর্ধনা অনুষ্ঠান থেকে লাভের একটা বড় অংশ দিতে হবে তাঁকে। মেসি অবশ্য এক বার মেজর লিগ সকারে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE