Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Shakib Al Hasan

শাকিবের জন্মদিন জানেনই না বোর্ড সভাপতি! মহৎ উদ্যোগ বাংলাদেশ অধিনায়কের

জন্মদিনে নিজের ফাউন্ডেশনের নতুন সামাজিক উদ্যোগের সূচনা করলেন শাকিব। সাধারণ, দরিদ্র মানুষের পাশে থাকতে চান বাংলাদেশের অধিনায়ক। আগেও তাঁকে সমাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

picture of Shakib Al Hasan

শুক্রবার নিজের জন্মদিনে নতুন সামাজিক উদ্যোগ নিলেন শাকিব। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৩:৩৩
Share: Save:

শুক্রবার ৩৬ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। নিজের জন্মদিনে দেশবাসীকে নতুন এক উপহার দিলেন। মানুষের পাশে দাঁড়াতে নতুন প্রকল্পের সূচনা করলেন। শাকিবের জন্মদিনের কথা জানতেনই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

ক্রিকেটের ২২ গজে বাংলাদেশের অন্যতম ভরসা শাকিব। শুক্রবার নিজের জন্মদিনে নতুন ইনিংস শুরু করলেন শাকিব। পথ চলা শুরু হল শাকিব আল হাসান ফাউন্ডেশনের নতুন উদ্যোগের। শুক্রবার শাকিব নিজেই উদ্বোধন করেন তাঁর নতুন কর্মকাণ্ডের। এখন থেকে ক্যানসার আক্রান্তদের পাশে থাকবে শাকিবের ফাউন্ডেশন। সাধারণ মানুষের কাছে উন্নতমানের ক্যানসার চিকিৎসা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। আর্থিক ভাবে দুর্বল ক্যানসার আক্রান্তদের জন্য স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এই প্রথম নয়। আগেও সমাজের পাশে দাঁড়িয়েছে শাকিব আল হাসান ফাউন্ডেশন। ২০২০ সালে কোভিডের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সব সময় সক্রিয় ভূমিকা নিয়ে থাকেন শাকিব। তাঁর নতুন উদ্যোগ সেই সক্রিয়তারই অংশ।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশও নানা ভাবে শাকিবের জন্মদিন পালন করেছেন শুক্রবার। যদিও অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি জানিয়েছেন, শাকিবের জন্মদিনের কথা তাঁর জানা ছিল না। নাজমুল বলেছেন, ‘‘শাকিবের জন্মদিনের বিষয়টি জানতাম না। সে জন্য শুভেচ্ছা জানাতে পারিনি। তবে বোর্ড প্রধান হিসাবে অবশ্যই আমার এটা জানা উচিত ছিল।’’ আগামী দিনে বিষয়টি মনে রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

অন্য বিষয়গুলি:

Shakib Al Hasan Birthday Bangladesh Cricket Board
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE