শুক্রবার নিজের জন্মদিনে নতুন সামাজিক উদ্যোগ নিলেন শাকিব। ছবি: টুইটার।
শুক্রবার ৩৬ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। নিজের জন্মদিনে দেশবাসীকে নতুন এক উপহার দিলেন। মানুষের পাশে দাঁড়াতে নতুন প্রকল্পের সূচনা করলেন। শাকিবের জন্মদিনের কথা জানতেনই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
ক্রিকেটের ২২ গজে বাংলাদেশের অন্যতম ভরসা শাকিব। শুক্রবার নিজের জন্মদিনে নতুন ইনিংস শুরু করলেন শাকিব। পথ চলা শুরু হল শাকিব আল হাসান ফাউন্ডেশনের নতুন উদ্যোগের। শুক্রবার শাকিব নিজেই উদ্বোধন করেন তাঁর নতুন কর্মকাণ্ডের। এখন থেকে ক্যানসার আক্রান্তদের পাশে থাকবে শাকিবের ফাউন্ডেশন। সাধারণ মানুষের কাছে উন্নতমানের ক্যানসার চিকিৎসা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। আর্থিক ভাবে দুর্বল ক্যানসার আক্রান্তদের জন্য স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এই প্রথম নয়। আগেও সমাজের পাশে দাঁড়িয়েছে শাকিব আল হাসান ফাউন্ডেশন। ২০২০ সালে কোভিডের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সব সময় সক্রিয় ভূমিকা নিয়ে থাকেন শাকিব। তাঁর নতুন উদ্যোগ সেই সক্রিয়তারই অংশ।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশও নানা ভাবে শাকিবের জন্মদিন পালন করেছেন শুক্রবার। যদিও অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি জানিয়েছেন, শাকিবের জন্মদিনের কথা তাঁর জানা ছিল না। নাজমুল বলেছেন, ‘‘শাকিবের জন্মদিনের বিষয়টি জানতাম না। সে জন্য শুভেচ্ছা জানাতে পারিনি। তবে বোর্ড প্রধান হিসাবে অবশ্যই আমার এটা জানা উচিত ছিল।’’ আগামী দিনে বিষয়টি মনে রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy