ইউরোপা লিগে নতুন নজির হল বৃহস্পতিবার রাতে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার নজির গড়ল শ্যামরক রোভার্সের ফুটবলার মাইকেল নুনান। প্রথম পর্বে তার দল ১-০ গোলে জিতেছে নরওয়ের ক্লাব মল্ডের বিরুদ্ধে। তবে ইতিহাস গড়েও তা নিয়ে উৎসব করার বেশি সময় পায়নি। পরের দিনই তাকে হাজির হতে হয়েছে স্কুলে।
নুনানের বয়স ১৬ বছর ১৯৭ দিন। বৃহস্পতিবারের ম্যাচে ৫৭ মিনিটে ডাইলান ওয়াটসের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল। সেটাই জয়সূচক গোল হয়ে যায়। তার আগে লাল কার্ড দেখেছিলেন মল্ডের ভালদেমার লান্ড।
ইউরোপা লিগে সবচেয়ে কম বয়সে গোল করার নজির ছিল বেলজিয়ামের রোমেলু লুকাকুর। ১৬ বছর ২১৮ দিন বয়সে তিনি এই নজির গড়েছিলেন। তখন তিনি অ্যান্ডারলেখটের হয়ে খেলতেন। সব ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে কম বয়সে গোল করেছেন অ্যান্ডারলেখটের ফুটবলার নি ল্যাম্পতে।
তবে উৎসব করার বিশেষ সময় পায়নি নুনান। শুক্রবার সকালেই তাঁকে যেতে হয়েছে স্কুলে। সেই ছবি পোস্ট করেছেন নুনানের মা স্যান্ডি। লিখেছেন, “আবার ওকে স্কুলে ফিরতে হল।” পিঠে ব্যাগ কাঁধে নুনানকে স্কুলে যেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
অতীতে নুনান ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ট্রায়াল দিয়েছে। এ বছরই সেন্ট্র প্যাট্রিকস অ্যাথলেটিক থেকে রোভার্সে যোগ দিয়েছে। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলেরও সদস্য সে। রোভার্সের কোচ স্টিফেন ব্র্যাডলি নুনান সম্পর্কে বলেছেন, “ও শুধু ফুটবল নিয়ে বাঁচে, শ্বাস নেয় এবং ঘুমোয়।”