Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Shanmugam Venkatesh

স্টিভনের সহকারী হওয়ার পথে বেঙ্কটেশ

অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন বেঙ্কটেশ। চব্বিশ ঘণ্টা আগে তাঁর জায়গায় মহেশ গাউলিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।

সন্মুগম বেঙ্কটেশকে দেখা যেতে পারে স্টিভন কনস্ট্যান্টাইনের সহকারী হিসেবে।

সন্মুগম বেঙ্কটেশকে দেখা যেতে পারে স্টিভন কনস্ট্যান্টাইনের সহকারী হিসেবে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ০৬:২৭
Share: Save:

দ্বিতীয়বার ভারতীয় দলের দায়িত্ব নিয়েই প্রাক্তন ছাত্র সন্মুগম বেঙ্কটেশকে সহকারী হিসেবে নিয়েছিলেন স্টিভন কনস্ট্যান্টাইন। শীঘ্রই হয়তো ইস্টবেঙ্গলেও এ বার দেখা যাবে এই যুগলবন্দিকে। স্টিভনের সহকারী হিসেবে বেঙ্কটেশের যোগ দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

সম্প্রতি অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন বেঙ্কটেশ। চব্বিশ ঘণ্টা আগে তাঁর জায়গায় মহেশ গাউলিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। এখন আর সেই সমস্যা নেই। ফুটবলার হিসেবেও ইস্টবেঙ্গলে খেলেছেন তিনি।

এ দিকে, চোটের কারণে পুরো মরসুমের জন্যই ইস্টবেঙ্গল থেকে ছিটকে গেলেন গোলরক্ষক নবীন কুমার। তাঁর জায়গায় শুভম সেনকে সই করানো হল। গত মরসুমেও লাল-হলুদে ছিলেন তিনি। আজ মঙ্গলবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। চব্বিশ ঘণ্টা আগেই কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুর বনাম এরিয়ান ম্যাচ ১-১ ড্র হতেই টানা দু’বার লিগ জয় নিশ্চিত হয়ে যায় মহমেডানের।

মঙ্গলবার কলকাতা লিগে: ইস্টবেঙ্গল বনাম মহমেডান (দুপুর ২.৩০ , কিশোর ভারতী স্টেডিয়াম)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE