ভারতের ফুটবল দলের জন্য নতুন কোচের খোঁজ করা হচ্ছে। আবেদন করেছিলেন ২১০ জন। সেখানেই নাম ছিল জ়াভির। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী ফুটবলার কি সত্যিই ভারতের কোচ হওয়ার আবেদন করেছিলেন? সংশয় ছিল সর্বভারতীয় ফুটবল সংস্থার। সেই কারণেই সেই আবেদনে সাড়া দেয়নি তারা। এ বার জানা গিয়েছে, জ়াভির বদলে আবেদন করেছিলেন তামিলনাড়ুর এক ছাত্র। তিনি নিজেই এই দাবি করেছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির এক ছাত্র জ়াভির হয়ে আবেদন করেছিলেন। ১৯ বছরের ওই ছাত্র জানিয়েছেন, চ্যাটজিপিটি ব্যবহার করে আবেদন করেছিলেন তিনি। ওই ছাত্র বলেন, “আমি চ্যাটজিপিটি ব্যবহার করে ইমেল করেছিলাম। কিন্তু সঙ্গে কোনও ব্যক্তিগত তথ্য (বায়োডাটা) দিইনি। আমার মনে হয় ওরা আমার ইমেল দেখেছে।”
এই বিষয়ে বিবৃতি জারি করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থাও। সেখানে লেখা, “স্প্যানিশ কোচ জ়াভি হের্নান্দেস ও পেপ গুয়ার্দিওলার আবেদনও আমরা পেয়েছি। কিন্তু সত্যিই ওঁরা আবেদন করেছিলেন কি না, তা জানা যায়নি। মনে হচ্ছে, এই দুই আবেদন সত্যি নয়।” তামিলনাড়ুর ছাত্র জ়াভির হয়ে আবেদন করেছিলেন বলে দাবি করলেও গুয়ার্দিওলার আবেদন কে করেছিলেন, তা জানা যায়নি।
আরও পড়ুন:
মানোলো মার্কেজ় ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন কোচের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তিন জনের নাম বেছে নেওয়া হয়েছে। দৌড়ে রয়েছেন ভারতের খালিদ জামিল। ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকেও বাছা হয়েছে। তৃতীয় নাম স্টেফান তারকোভিচ। এই তিন জনের মধ্যে থেকে এক জনকে ভারতের নতুন কোচ হিসে বেছে নেবে ফেডারেশন।