মেক্সিকো ও কানাডার সঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকাও। কিন্তু লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটেল-সহ মার্কিন মুলুকের একাধিক শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে ফিফাকে সুরক্ষিত শহরে বিশ্বকাপের ম্যাচ স্থানান্তরিত করার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প।
শিকাগোয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, ‘‘আমার মনে হয় ২০২৬ সালের বিশ্বকাপ হবে সব চেয়ে সুরক্ষিত। তবুও যদি মনে হয়, কোনও শহর নিরাপদ নয়, সে ক্ষেত্রে ম্যাচ অন্যত্র সরানো যেতে পারে।’’
লস অ্যাঞ্জেলেসে আটটি বিশ্বকাপের ম্যাচ হবে। সানফ্রান্সিসকো ও সিয়াটেলে হবে ছ’টি করে খেলা। ট্রাম্প বলেছেন, ‘‘যদি কোনও শহরে সামান্যতমও নিরাপত্তার সমস্যা থাকে, আমরা ঝুঁকি নেব না।’’ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসেই অলিম্পিক্স হওয়ার কথা। সেই প্রসঙ্গ উত্থাপন করে ট্রাম্পের সংযোজন, ‘‘অলিম্পিক্স একটি কেন্দ্রেই হয়। কিন্তু বিশ্বকাপ ফুটবল একাধিক শহরে হয়। ফলে কাজ অনেক বেশি কঠিন।’’ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যদিও আশাবাদী নির্বিঘ্নেই বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। তিনি বলেছেন, ‘‘ট্রাম্প প্রশাসনের উপরে পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি, সফলবিশ্বকাপ হবে।’’
এ দিকে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য তিনটি ম্যাসকটের উন্মোচন করা হয়েছে। সেই তিনটি ম্যাসকট হল কানাডার মুস ম্যাপল, আমেরিকার ক্লাচ দ্য বল্ড এবং মেক্সিকোর জায়ু দ্য জাগুয়ার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)