Advertisement
২৪ এপ্রিল ২০২৪
UEFA Nations League

এমবাপে-জিহুর গোলে জিতল ফ্রান্স, আত্মবিশ্বাসী ইটালি, চিন্তায় ইংল্যান্ড

উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতে ধুন্ধুমার লড়াই। ইউরোপ সেরা ইটালি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জার্মানির প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা হাঙ্গেরি।

সফল: ফ্রান্সের প্রথম গোলের পরে উৎসব এমবাপের।

সফল: ফ্রান্সের প্রথম গোলের পরে উৎসব এমবাপের। ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৬
Share: Save:

নেশনস লিগে বৃহস্পতিবার কিলিয়ান এমবাপে এবং অলিভিয়ের জিহুর দাপটে ফ্রান্স ২-০ গোলে হারাল অস্ট্রিয়াকে। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পাশাপাশি বেলজিয়াম ২-১ হারিয়েছে ওয়েলসকে। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে বেলজিয়ামকে এগিেয় দেন কেভিন দ্য ব্রুইন। প্রধমার্ধের শেষ দিকে মিচি বাতশুয়াই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিয়েফের মুর ব্যবধান কমালেও তাতে লাভ হয়নি।

এ দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-০ হারিয়েছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ডকে। ১৩ মিনিটে কোডি হাকপো নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তাদের দ্বিতীয় গোলটি করেন স্টিভন বার্গউইন। ডেনমার্কের বিরুদ্ধে জিতেছে ক্রোয়েশিয়াও। খেলার ফল ২-১। ক্রোেয়শিয়ার গোলদাতা বোর্না সোসা এবং লোভো মায়ের। ডেনমার্কের গোলদাতা ক্রিশ্চিয়ান এরিকসেন।

এ দিকে, উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতে ধুন্ধুমার লড়াই। ইউরোপ সেরা ইটালি খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জার্মানির প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা হাঙ্গেরি।

ইংল্যান্ডের উয়েফা নেশনস কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবলের তৃতীয় স্থানে থাকলেও ইটালির আশা বেঁচে রয়েছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে চিরো ইমমোবিলেদের। সেই সঙ্গে অবশ্য তাকিয়ে থাকতে হবে জার্মানি বনাম হাঙ্গেরি ম্যাচের ফলের দিকেও।

চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ থ্রি-তে টেবলের শীর্ষ স্থানে রয়েছে হাঙ্গেরি। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা জার্মানির সঙ্গে ছয় পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ইটালি (পাঁচ পয়েন্ট) ও ইংল্যান্ড (দুই পয়েন্ট)। সব দলেরই বাকি রয়েছে দু’টি করে ম্যাচ। শুক্রবার জার্মানি বনাম হাঙ্গেরি ম্যাচে জয়ী দলের শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যদি ড্র হয়, তা হলে ইংল্যান্ডকে হারিয়ে হাঙ্গেরিকে টপকে শীর্ষ স্থান দখলের সুযোগ রয়েছে ইটালির সামনে। কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ লিয়োনার্দো বোনুচ্চিরা কোনও মতেই এই সুযোগ হাতছাড়া করতে চান না।

শীর্ষে স্থানে স্কটল্যান্ড: ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে এক নম্বর গ্রুপের শীর্ষ স্থানে উঠে এল স্কটল্যান্ড। নেপথ্যে লিন্ডন ডাইকসের জোড়া গোল। বুধবার রাতে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ৭০ মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে দেন জন ম্যাকিন। ৮০ মিনিটে নিজের প্রথম গোল করেন লিন্ডন। সাত মিনিট পরে ৩-০ করেন তিনি। এই জয়ের ফলে চার ম্যাচ নয় পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে রয়েছে স্কটল্যান্ড। সমসংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন।

উয়েফা নেশনস কাপে শুক্রবারের প্রধান আকর্ষণ: ইটালি বনাম ইংল্যান্ড (রাত ১২.১৫, সোনি টেন টু চ্যানেলে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UEFA Nations League france Kylian Mbappe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE