শুক্রবার সুপার কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার আগে ডেম্পো মুখোমুখি চেন্নাইয়িনের। এই দু’টি ম্যাচের উপর নির্ভর করছে গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে যাবে। প্রতিটি গ্রুপ থেকে শুধু শীর্ষস্থানীয় দলই সেমিফাইনালে উঠবে।
বিকেল সাড়ে ৪টেয় ডেম্পোর খেলা চেন্নাইয়িনের সঙ্গে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। প্রথম ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে কলকাতার দুই প্রধানের ভবিষ্যৎ।
পয়েন্ট তালিকা।
ডেম্পো জিতলে এবং ডার্বির ফয়সালা হলে
ডেম্পো জিতলেও ডার্বিতে যারা জিতবে তারাই সেমিফাইনালে।
ডেম্পো জিতলে এবং ডার্বি ড্র হলে
ডেম্পো চেন্নাইয়িনকে হারিয়ে দিলে পাঁচ পয়েন্ট হবে। এর পর কলকাতা ডার্বি ড্র হলে (গোলসংখ্যা যা-ই হোক না কেন) তিন দলেরই পাঁচ পয়েন্ট হবে। ডেম্পো যদি অন্তত পাঁচ গোলের ব্যবধানে জেতে তা হলে গোলপার্থক্যে তারা সকলকে টপকে সেমিফাইনালে যাবে।
ডেম্পো যদি চার গোলের ব্যবধানে (শুধুই ৪-০) জেতে এবং ডার্বি গোলশূন্য ড্র হয়, তা হলে ইস্টবেঙ্গলের সঙ্গে ডেম্পোর পয়েন্ট, গোল পার্থক্য, গোল দেওয়ার সংখ্যা সমান হবে। তখন দুই দলের মধ্যে টস হবে। মোহনবাগানের কোনও সুযোগ থাকবে না।
ডেম্পো যদি চার গোলের ব্যবধানে (৫-১ বা ৬-২ বা ৭-৩ বা আরও বেশি) জেতে এবং ডার্বি যদি ড্র (গোলশূন্য ছাড়া) হয়, তা হলে ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে যেতে হলে ডেম্পো যত গোল খাবে তার থেকে বেশি গোল দিয়ে ডার্বি ড্র করতে হবে। যদি ডেম্পোর গোল খাওয়া এবং ড্র হওয়া ডার্বিতে ইস্টবেঙ্গলের গোল দেওয়ার সংখ্যার সমান হয়, তা হলে টস হবে। কোনও ক্ষেত্রেই মোহনবাগানের কোনও সুযোগ থাকবে না।
আরও পড়ুন:
ডেম্পো পয়েন্ট নষ্ট করলে এবং ডার্বির ফয়সালা হলে
ডেম্পো পয়েন্ট নষ্ট করলেই তাদের শেষ চারে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। হারলে দুই পয়েন্টেই আটকে থাকবে। ড্র করলে হবে তিন পয়েন্ট। দু’টি ক্ষেত্রেই তারা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের থেকে পয়েন্টে পিছিয়ে থাকবে। দুই প্রধানেরই চার পয়েন্ট রয়েছে। সে ক্ষেত্রে ডার্বিতে যারা জিতবে তারা সেমিফাইনালে যাবে।
ডেম্পো পয়েন্ট নষ্ট করলে এবং ডার্বি ড্র হলে
সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই পাঁচ পয়েন্ট হবে। গোল পার্থক্যে ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে।