শোনা যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে পারেন জিনেদিন জিদান। তিনি কি কিলিয়ান এমবাপেদের গুরুদায়িত্ব নেবেন? নিজের অবস্থান জানিয়ে দিলেন প্রাক্তন মিডফিল্ডার।
একটি অনুষ্ঠানে জল্পনা নিয়ে মুখ খুলেছেন জিদান। আপনি কি ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত? এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জিদান বলেছেন, ‘‘আমি ইতিবাচক ভাবে দেখছি।’’ আবারও তাঁকে জিজ্ঞেস করা হয়, আগামী বিশ্বকাপের পর কি আপনাকে কোচের চেয়ারে দেখা যাবে? এ বার রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ বলেন, ‘‘মনে হয় আমি ফ্রান্স দলের জন্য যোগ্য। এই দলটার হয়ে আমি ১২-১৩-১৪ বছর খেলেছি। এতগুলো বছর ফুটবলার হিসাবে দলের সঙ্গে যুক্ত ছিলাম। এটা অবশ্যই আমার একটা স্বপ্ন। সত্যি বলতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’’
আরও পড়ুন:
জিদান ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক। ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনালে তাঁর জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ দিদিয়ের দেশঁর কোচিংয়ে ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচ।