Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফোরলান হয়তো কলকাতার জার্সিতে

সব কিছু ঠিকঠাক চললে আটলেটিকো দে কলকাতার জার্সি পরে আইএসএল-থ্রি-তে খেলতে পারেন উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার দিয়েগো ফোরলান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০৩:৪৭
Share: Save:

সব কিছু ঠিকঠাক চললে আটলেটিকো দে কলকাতার জার্সি পরে আইএসএল-থ্রি-তে খেলতে পারেন উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার দিয়েগো ফোরলান।

গত মরসুমে সই করেও চোট নিয়ে গ্যালারিতেই বসে ছিলেন হেলডার পস্টিগা। তাঁর নামও রয়েছে এটিকের মার্কি ফুটবলারের তালিকায়। আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন কলকাতার কর্তারা। কিন্তু মার্কি হওয়ার দৌড়ে সবার চেয়ে নাকি এগিয়ে ছ’বছর আগে কলকাতায় ঘুরে যাওয়া বিশ্বখ্যাত স্ট্রাইকার-ই। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কিছু দিন পরেই ফোরলান শহরে এসেছিলেন একটি চ্যানেল উদ্বোধন করতে। দু’একটা বল মারলেও মাঠে নেমে সে বার খেলেননি। এ বার এলে অবশ্য ফোরলানের সেই সব বিখ্যাত গোল দেখা যেতে পারে। তাঁকে মার্কি ফুটবলার হিসাবেই নেওয়ার চেষ্টা চলছে। কলকাতা কর্তাদের সাহায্য করছে আটলেটিকো মাদ্রিদ। যে ক্লাবে টানা চার বছর ১৩৪ ম্যাচ খেলেছেন ফোরলান।

২০১০ বিশ্বকাপের সোনার বল জয়ী ফোরলানের সঙ্গে কলকাতার কর্তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। উরুগুয়ে তারকার এজেন্টের দাবি সত্যি হলে আশি শতাংশ কথাবার্তা শেষ হয়েছে। গত দু’মরসুম মার্কি ফুটবলার নিয়ে বিরক্ত এটিকে কর্তারা এ বার চাইছেন ক্লাব ফুটবলের মধ্যে থাকা এক জনকে মার্কি হিসাবে পেতে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, ফোরলান এখনও ক্লাব ফুটবল খেলছেন। সে জন্যই ফোরলান তাঁদের প্রথম পছন্দ। গত বছরই উরুগুয়ের নামী ক্লাব পেনারোলে সই করেছেন ১১২ আন্তর্জাতিক ম্যাচে খেলে ৩৬ গোল করা ফোরলান। এটিকে কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। তবে জানা গিয়েছে আন্তোনিও হাবাস হাতছাড়া হওয়ার পর বিপণনের জন্য ফোরলানকে পেতে কলকাতা মরিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Forlán Atletico de kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE