Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Aizawl FC

অবসাদে আত্মঘাতী আইজলের প্রাক্তন ফুটবলার, শোকের ছায়া ফুটবল মহলে

২০১২ সালে দ্বিতীয় ডিভিসন আই লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মিশেল। তবে, ছ’বছর খেললেও আইজল দলের নিয়মিত সদস্য ছিলেন না মিশেল।

মিশেল লালরেমরুয়াতা।-নিজস্ব চিত্র।

মিশেল লালরেমরুয়াতা।-নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আইজল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৩:২৩
Share: Save:

মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হলেন আইজল এফসি-এর প্রাক্তন ফুটবলার মিশেল লালরেমরুয়াতা। শুক্রবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ভারতীয় ফুটবলের প্রতিশ্রুতিমান এই ফুটবলার। মিশেলের মৃত্যুর কথা টুইট করে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে খবর মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন মিশেল। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, অবসাদে ভুগছিলেন মিশেল।

আরও পড়ুন: শেষ ষোলোয় ইংল্যান্ডের লড়াই জাপানের বিরুদ্ধে

আরও পড়ুন: শেষ ম্যাচে চমক ক্যালিডোনিয়ার

উল্লেখ্য ২০১১ সালে আইজল এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন মিশেল লালরেমরুয়াতা। ২০১১ থেকে ২০১৬ খেলেছেন আই লিগ জয়ী এই দলের হয়ে। ২০১২ সালে দ্বিতীয় ডিভিসন আই লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবে ছ’বছর খেললেও আইজল দলের নিয়মিত সদস্য ছিলেন না মিশেল। ' মিশেল লালরেমরুয়াতা সম্পর্কে আইজল এফসিএর সচিব ভ্যানলানঘাকা বলেন “আইজল এফসিএর সঙ্গে একেবারে গোড়া থেকেই ছিলেন মিশেল। ওঁর জন্যই আই লিগে কোয়ালিফাই করেছিলাম আমরা। যথেষ্ট প্রতিশ্রুতিমান ফুটবলার ছিল মিশেল। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় এবং আরও কিছু শারীরিক সমস্যা থাকার জন্য গত দু’বছর সেই ভাবে খেলতা পারেনি ও। তবে ধীরে ধীরে সুন্থ হয়ে উঠছিল।”

মিশেল লালরেমরুয়াতা সম্পর্কে আইজল এফসিএর সচিব ভ্যানলানঘাকা বলেন “আইজল এফসিএর সঙ্গে একেবারে গোড়া থেকেই ছিলেন মিশেল। ওঁর জন্যই আই লিগে কোয়ালিফাই করেছিলাম আমরা। যথেষ্ট প্রতিশ্রুতিমান ফুটবলার ছিল মিশেল। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় এবং আরও কিছু শারীরিক সমস্যা থাকার জন্য গত দু’বছর সেই ভাবে খেলতা পারেনি ও। তবে ধীরে ধীরে সুন্থ হয়ে উঠছিল।”

উল্লেখ্য ২০১১ সালে আইজল এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন মিশেল লালরেমরুয়াতা। ২০১১ থেকে ২০১৬ খেলেছেন আই লিগ জয়ী এই দলের হয়ে। ২০১২ সালে দ্বিতীয় ডিভিসন আই লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবে ছ’বছর খেললেও আইজল দলের নিয়মিত সদস্য ছিলেন না মিশেল। '

হতাশায় এবং আরও সুযোগের আশায় আইজল ছেড়ে ডিনথার এফসি-তে সই করেন মিশেল। কিন্তু সেখানেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তিনি।

পরিবার সূত্রে খবর, ডিনথা ছেড়ে ফের নতুন দলে যোগ দেওয়ার কথা ভাবছিলেন লালরেমরুয়াতা।

লালরেমরুয়াতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। আইজলের পাশাপাশি লালরেমরুয়াতার মৃত্যুতে শোক জানিয়েছে ডিনথার এফসি এবং রাজ্য ফুটবল সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Michael Lalremruata Aizawl FC Twitter Footballer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE