মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিংহ আর নেই। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। শনিবার মারা যান মণিতোম্বি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩।
২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি। রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার। কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল।
তাঁর নেতৃত্বে ২০০৪ সালে মোহনবাগান এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিল। ২০০২ সালে জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্বও করেছিলেন মণিতোম্বি।