Advertisement
E-Paper

পণ নিয়ে অশান্তি খেলোয়াড় দম্পতির, এশিয়াডে পদকজয়ীর বিরুদ্ধে মারধরের অভিযোগ বিশ্বজয়ীর

বৈবাহিক জীবনে অশান্তি চলছে সুইটি বূরা এবং দীপক হুডার। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি থানায় অভিযোগ জানিয়েছেন দীপকের বিরুদ্ধে। পাল্টা সুইটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দীপকও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪
sports

(বাঁ দিকে) দীপক হুডা এবং সুইটি বোরা। — ফাইল চিত্র।

দু’জনই ক্রীড়াবিদ। দু’জনেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছেন। তবে বৈবাহিক জীবনে অশান্তি চলছে সুইটি বূরা এবং দীপক হুডার। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি থানায় অভিযোগ জানিয়েছেন এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপকের বিরুদ্ধে। সুইটির অভিযোগ, পণ চেয়ে নিত্য দিন মারধরের কারণেই তিনি থানায় যেতে বাধ্য হয়েছেন। পাল্টা সুইটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দীপকও।

দুই খেলোয়াড়ই ভারত সরকারের থেকে অর্জুন পুরস্কার পেয়েছেন। হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুইটি জানিয়েছেন, পণ হিসাবে তাঁর পরিবারের থেকে নগদ এক কোটি টাকা এবং একটি এসইউভি গাড়ি চেয়েছিলেন দীপক। তা না পাওয়ায় শারীরিক নির্যাতন করতেন। দীপকের অভিযোগ, সুইটির পরিবার তাঁর সম্পত্তি আত্মসাৎ করতে চেয়ে নিয়মিত হুমকি দিচ্ছে।

হিসারের মহিলা থানার এসএইচও সীমা বলেছেন, “২৫ ফেব্রুয়ারি স্বামী দীপক হুডার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুইটি বূরা। বিলাসবহুল গাড়ির আবদার মেটানো হয়েছে। তার পরেও দীপক স্ত্রীর উপর অত্যাচার করতেন এবং নগদ টাকা চাইতেন।” ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ নম্বর ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। দীপককে থানায় তলব করা হলেও তিনি আসেননি বলে অভিযোগ এসএইচও-র।

যদিও দীপক জানিয়েছেন, তিনি এতটাই মানসিক আঘাত পেয়েছেন যে, শরীর খারাপ হয়ে গিয়েছে। সংবাদ সংস্থাকে দীপক বলেছেন, “আমি চিকিৎসার নথি জমা দিয়ে পরে একটি তারিখ চেয়ে নিয়েছি। অবশ্যই থানায় যাব। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনও খারাপ কথা বলতে রাজি নই। ওর সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি।”

২০২২-এর ৭ জুলাই দীপক এবং সুইটির বিয়ে হয়। তার পর থেকেই সম্পর্কের অবনতি হয়েছে। বিচ্ছেদ আসন্ন বলে ঘনিষ্ঠদের অনুমান। ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুইটি। এ বছর জানুয়ারিতে অর্জুন পুরস্কার পেয়েছেন। অন্য দিকে, দীপক ২০১৬ সালে দক্ষিণ এশীয় গেমসে ভারতের হয়ে সোনা জিতেছিলেন এবং ২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মেহম আসনে লড়েও হেরে গিয়েছিলেন।

Deepak Hooda Saweety Boora Kabaddi boxing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy