টেবল টেনিসের ডামাডোল মেটাতে এবং তিন সংস্থাকে এক ছাতার তলায় আনতে জরুরি সভা ডাকছে রাজ্যের ক্রীড়ামন্ত্রক। ফ্রেব্রুয়ারির গোড়াতেই তা করতে চাইছেন ক্রীড়ামন্ত্রী।
সেই সভায় যে সিদ্ধান্তই হোক, টিটি-র যে অ্যাকাডেমি নভেম্বরে যুবভারতীতে হতে চলেছে সেটা কোনও সংস্থার হাতেই তুলে দেওয়া হবে না। রাজ্যের কয়েকজন নামী কোচ ও খেলোয়াড় চালাবেন ওই অ্যাকাডেমি। রাজ্য ক্রীড়াপর্ষদের টাস্কফোর্সের সভায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, ফুটবলের যুব বিশ্বকাপের জন্য যে বিশাল মিডিয়ারুম তৈরি হচ্ছে, সেখানেই টুনার্মেন্ট শেষ হয়ে যাওয়ার পর বসবে কুড়িটি টেবল। এত টেবল রাজ্যের কোনও ক্লাবে একসঙ্গে নেই। বুধবার ক্রীড়ামন্ত্রী বলে দিলেন, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব সভা ডাকব টিটি-র গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে। এক ছাতার তলায় সবাইকে আসতেই হবে। না হলে রাজ্য কোনও সংস্থাকে সাহায্য করবে না। তবে অ্যাকাডেমিতে খেলোয়াড় নির্বাচন থেকে সব কিছু করবেন কোচ ও নামী খেলোয়াড়রা।’’ শোনা যাচ্ছে জয়ন্ত পুশিলাল, তপন চন্দ, পৌলমী ঘটক, মৌমা দাসদের যুক্ত করা হবে এখানে।
শুধু টিটি-তেই নয়, ঝাড়গ্রামে তিরন্দাজি অ্যাকাডেমির দায়িত্বও তুলে দেওয়া হবে রাজ্যের দুই তারকা তিরন্দাজ দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের হাতে। যুবভারতী কমপ্লেক্সের নতুন তৈরি হতে যাওয়া অ্যাস্ট্রোটার্ফে এবং সুভাষ সরোবরে তৈরি হবে যথাক্রমে হকি ও সাঁতার অ্যাকাডেমি। খড়দহে ফুটবল অ্যাকাডেমি ফের শুরু হয়েছে। সেখানে অবশ্য ফুটবলার বাছা ও বাদ দেওয়া নিয়ে এখনও কিছু ডামাডোল আছে। তা সত্ত্বেও সেখানকার খেলোয়াড়রা যাতে কলকাতার লিগে বা আইএফএ শিল্ডে খেলার সুযোগ পায় সেই চেষ্টাও শুরু করেছেন ক্রীড়ামন্ত্রী। বললেন, ‘‘এ বছরেই সব অ্যাকাডেমির কাজ শেষ করব। এবং সেগুলো চালাব রাজ্যের নামী খোলায়াড় ও কোচদের দিয়েই।’’