গত কয়েক বছর ধরে দাবায় এগোচ্ছে ভারত। রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসিরা বিশ্ব দাবায় ভারতের নাম উজ্জ্বল করেছেন। সেই তালিকায় যোগ হল আরও এক নাম। অরবিন্দ চিথম্বরম। ভারতের এই চার দাবাড়ু বিশ্ব দাবা সংস্থা (ফিডে) ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন। এই প্রথম বার প্রথম দশে ভারতের চার দাবাড়ু রয়েছেন।
তালিকায় চার নম্বরে রয়েছেন অর্জুন। ভারতীয়দের মধ্যে শীর্ষে তিনি। অর্জুনের রেটিং ২৭৭৮.৬ পয়েন্ট। তার পরেই রয়েছেন গুকেশ। কয়েক মাস আগে চিনের ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পাঁচ নম্বরে থাকা গুকেশের রেটিং ১৭৭৬.৬ পয়েন্ট। ছ’নম্বরে রয়েছেন প্রজ্ঞানন্দ। অর্থাৎ, ভারতের তিন দাবাড়ু পর পর রয়েছেন। প্রজ্ঞার রেটিং ১৭৭৪.২ পয়েন্ট।
সম্প্রতি দশ নম্বরে ঢুকেছেন অরবিন্দ। আর্মেনিয়ায় স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল জিতে রেটিং বাড়িয়ে নিয়েছেন তিনি। তাঁর রেটিং ১৭৫৭.৮ পয়েন্ট। পুরো প্রতিযোগিতা জুড়ে প্রজ্ঞানন্দ ও অরবিন্দ অপরাজিত ছিলেন। দু’জনেই পাঁচটা ম্যাচে চারটে জিতেছিলেন। কিন্তু শেষ ম্যাচে প্রজ্ঞাকে হারান অরবিন্দ। তার জেরে প্রথম দশে ঢোকেন তিনি।
আরও পড়ুন:
শেষ পাঁচটা প্রতিযোগিতায় ভাল ফর্মে রয়েছেন প্রজ্ঞানন্দ। তিনি ৮৩.৫৯ পয়েন্ট পেয়েছেন। ফলে ২০২৬ সালের ক্যান্ডি়ডেটসের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ভারতের দাবাড়ুদের মধ্যে তাঁর পরেই অরবিন্দ। তিনটে প্রতিযোগিতা থেকে ৪২.২৭ পয়েন্ট পেয়েছেন তিনি। তাঁর থেকে ৪১.৩২ পয়েন্ট এগিয়ে প্রজ্ঞানন্দ। এর পরে প্রজ্ঞানন্দ ও অরবিন্দ উজবেকিস্তানে খেলবেন। সেখানে ভারতের অর্জুনও নামবেন।
নরওয়ে দাবা প্রতিযোগিতায় অর্জুন, গুকেশ খেলেছেন। শেষ পর্যন্ত লড়াই করেছেন তাঁরা। কিন্তু বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে ধরতে পারেননি তাঁরা। কার্লসেন গুকেশের কাছে হেরেছেন বটে, কিন্তু শেষ পর্যন্ত তিনিই চ্যাম্পিয়ন হয়েছেন।