Advertisement
০৪ মে ২০২৪

পতনের দিনে সেরিনাকে তোপ মাশার

শারাপোভার বিরুদ্ধে ম্যাচের আগেই যেমন সরে দাঁড়ান সেরিনা, তেমনই বিশ্বের তিন নম্বর মুগুরুজাকেও আগের ম্যাচ পুরো খেলতে হয়নি তাঁর বিপক্ষ মাত্র দু’টো গেম খেলার পরেই চোট নিয়ে কোর্ট ছাড়ায়।

হর্ষ-বিষাদ: বিদায় মাশার। (ডান দিকে) মুগুরুজা। ছবি: গেটি ইমেজেস, রয়টার্স

হর্ষ-বিষাদ: বিদায় মাশার। (ডান দিকে) মুগুরুজা। ছবি: গেটি ইমেজেস, রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৩৪
Share: Save:

ফরাসি ওপেনে সেরিনা উইলিয়ামস বনাম মারিয়া শারাপোভা ম্যাচ ভেস্তে গেলেও দ্বৈরথ অব্যাহত!

বুধবার ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে বিশ্বের তিন নম্বর স্পেনের গারবিনে মুগুরুজার বিরুদ্ধে হারের পরে সেরিনার বিরুদ্ধে তোপ দাগলেন শারাপোভা। জানিয়ে দিলেন, তাঁর আত্মজীবনীতে মিথ্যে কিছুই লেখেননি। ফরাসি ওপেনের মাঝখানেই সেরিনা অভিযোগ করেছিলেন, শারাপোভা আত্মজীবনীতে তাঁর সম্পর্কে যা যা লিখেছেন, তার অনেক কিছুই সত্যি নয়। বুধবার মুগুরুজার কাছে হারের পরে সংবাদিক বৈঠকে শারাপোভার জবাব, ‘‘এই ব্যাপারে কী বলব জানি না। কেউ যখন আত্মজীবনী লিখতে বসে, তখন সে তাতে কোনও মিথ্যে কথা লেখে বলে তো মনে হয় না।’’ সেরিনা বলেছিলেন, ‘‘আমার সম্পর্কে এত কথা লেখা রয়েছে মারিয়ার আত্মজীবনীতে যে, আমি অবাকই হয়েছি তাতে। আর সব কথা সত্যি বলে মনে হয় না।’’ শারাপোভা এই সম্পর্কে বলেন, ‘‘যার বিরুদ্ধে এত ম্যাচ খেলেছি, নিজের খেলোয়াড় জীবনে যাকে নিয়ে এত চর্চা শুনেছি, তাকে নিয়ে লিখব না? ওর কথা না লিখলে বরং লোকে আমাকে প্রশ্ন করত, কেন ওকে নিয়ে লিখিনি।’’

শারাপোভার বিরুদ্ধে ম্যাচের আগেই যেমন সরে দাঁড়ান সেরিনা, তেমনই বিশ্বের তিন নম্বর মুগুরুজাকেও আগের ম্যাচ পুরো খেলতে হয়নি তাঁর বিপক্ষ মাত্র দু’টো গেম খেলার পরেই চোট নিয়ে কোর্ট ছাড়ায়। গত তিন দিনে দু’জনের কাউকেই কোর্টে তেমন ঘাম ঝরাতে হয়নি বলে টেনিস দুনিয়া ভেবেছিল, বুধবার রলঁ গারসে এই দু’জনের যুদ্ধে হয়তো উত্তপ্ত হয়ে উঠবে কোর্ট। কিন্তু বুধবার ৭০ মিনিটে শারাপোভার হার দেখে অনেকেই বিস্মিত। কারণ এর আগে তিন বার মুখোমুখি হয়ে তিন বারই হেরেছিলেন স্প্যানিশ তারকা।

বুধবার মুগুরুজার ৬-২, ৬-১ জয়ে শারাপোভাকে এতটাই অসহায় দেখায় যে, সোশ্যাল মিডিয়ায় ২০১৪-র বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের ফুটবলারদের অবস্থার সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যায়। ফরাসি ওপেনের শেষ আট থেকে শারাপোভার ছিটকে যাওয়াকে সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করা হয় অপ্রত্যাশিত ও অকল্পনীয় হার হিসেবে। ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শারাপোভা বলেছেন, ‘‘ভালই খেলছিলাম। আমি সঠিক পথেই এগোচ্ছিলাম। গত চার-পাঁচ সপ্তাহে খুব খারাপ টেনিস খেলিনি। কিন্তু আজ কিছুই ঠিক হয়নি। মুগুরুজা আজ অনেক বেশি আগ্রাসী ছিল। সারা ম্যাচে আমার চেয়ে অনেক ভাল খেলেছে। সার্ভিসও অনেক ভাল করেছে।’’

এতটাই বিধ্বংসী মেজাজে এ দিন ছিলেন রাফায়েল নাদালের দেশের উইম্বলডন ও ফরাসি ওপেনজয়ী মহিলা তারকা যে, প্রথম সেটে একটিও ব্রেক পয়েন্ট পেতে দেননি শারাপোভাকে। তিনি সেমিফাইনালে খেলবেন এক নম্বর সিমোনা হালেপের বিরুদ্ধে। হালেপ এ দিন বিশ্বের ১২ নম্বর জার্মানির অ্যাঞ্জেলিক কের্বেরকে ৬-৭ (২-৭), ৬-৩, ৬-২ হারিয়ে তৃতীয় বার ফরাসি ওপেনের শেষ চারে জায়গা করে নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE