একটা সময় টেনিসপ্রেমীদের মনে ভয় ধরে গিয়েছিল। ভেসে উঠছিল একের পর এক প্রশ্ন। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে কি অঘটন হতে চলেছে? রাফায়েল নাদাল কি চতুর্থ রাউন্ডেই বিদায় নেবেন? নোভাক জোকোভিচের সঙ্গে কি তাঁর মহারণ হবে না? সব প্রশ্নেরই উত্তর পাওয়া গেল। তবে তার জন্য অপেক্ষা করতে হল প্রায় সাড়ে চার ঘণ্টা। অঘটন হল না। নাদালও বিদায় নিলেন না। জোকোভিচের বিরুদ্ধেই তাঁকে খেলতে হবে ফরাসি ওপেনের কোয়ার্টারে। রবিবার ফেলিক্স অগার আলিয়াসিমেকে ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারালেন নাদাল।টেনিসজীবনে প্রথম বার কাকা টোনি নাদালের প্রশিক্ষণাধীন কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে নেমেছিলেন নাদাল। দীর্ঘদিন ভাইপোকে কোচিং করানোর সুবাদে তাঁর শক্তি-দুর্বলতা কার্যত নখদর্পণে টোনির। ফলে আলিয়াসিমের মতো সে ভাবে উচ্চমানে না থাকা খেলোয়াড়ও নাদালকে যথেষ্ট ঘোল খাওয়ালেন। সুরকির কোর্টে নাদালের থেকে কেউ সেট কেড়ে নিচ্ছেন, এমন ঘটনা খুব একটা দেখাই যায় না। কিন্তু রবিবারই তা দেখা গেল। একবার নয়, দু-দু’বার। নাদাল এই নিয়ে প্যারিসে ১১১তম ম্যাচ খেললেন। এর মধ্যে মাত্র ১১টি ম্যাচে প্রথম সেট হারিয়েছেন তিনি। তাঁকে পাঁচ সেটের ম্যাচ খেলতে হয়েছে মাত্র দু’বার। আলিয়াসিমে কার্যত অসাধ্যসাধনই করে দেখালেন। নাদালকে টেনে নিলেন পাঁচটি সেটে।