Advertisement
E-Paper

কলম্বোর ভয়াবহ বিস্ফোরণে শোকার্ত বিরাট থেকে ইমরান

শোকের বহিঃপ্রকাশ দেখা গেল ভারতীয় তারকাদের প্রতিক্রিয়াতে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি টুইটারে লিখলেন, ‘‘শ্রীলঙ্কা থেকে পাওয়া খবর শুনে আমি শোকস্তব্ধ। এই ট্র্যাজেডিতে বিপর্যস্ত প্রতিটি মানুষের কথা মাথায় ঘুরছে। ওদের সবার জন্য প্রার্থনা।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০৩:১৯
পেশোয়ারে একটি চার্চে শ্রদ্ধাজ্ঞাপন। ছবি রয়টার্স।

পেশোয়ারে একটি চার্চে শ্রদ্ধাজ্ঞাপন। ছবি রয়টার্স।

কলম্বোয় রবিবার ইস্টারের প্রার্থনার সময় ধারাবাহিক বিস্ফোরণে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে গভীর সমবেদনা জানাল ক্রীড়াজগৎ।

শোকের বহিঃপ্রকাশ দেখা গেল ভারতীয় তারকাদের প্রতিক্রিয়াতে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি টুইটারে লিখলেন, ‘‘শ্রীলঙ্কা থেকে পাওয়া খবর শুনে আমি শোকস্তব্ধ। এই ট্র্যাজেডিতে বিপর্যস্ত প্রতিটি মানুষের কথা মাথায় ঘুরছে। ওদের সবার জন্য প্রার্থনা।’’

শোকাহত কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরও। ‘‘শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী আক্রমণের খবর শুনে মন খারাপ হয়ে গেল। সন্ত্রাসবাদের এই ঘটনার তীব্র নিন্দা করছি। ঘৃণা আর হিংস্রতা কখনও ভালবাসা, দয়া ও সহৃদয়তাকে হার মানাতে পারবে না,’’ টুইটারে লিখলেন সচিন।

ভারতীয় ক্রিকেট দলের আর এক তারকা রোহিত শর্মা শ্রীলঙ্কাকে ‘অসাধারণ সুন্দর একটি দেশ’ বলে মন্তব্য করে সে দেশের মানুষদের জন্য প্রার্থনা করেছেন। সন্ত্রাসবাদী এই আক্রমণের তীব্র নিন্দা করে শিখর ধওয়ন লিখেছেন, ‘‘প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন তাঁদের প্রত্যেকের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’’ ঘটনায় বিস্মিত ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়ার প্রতিক্রিয়া, ‘‘জানি না কী হচ্ছে এই পৃথিবীতে! ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করুন।’’

ভারতীয় তারকাদের মতো ঘটনায় শিহরিত বিশ্বের অন্য অনেক খেলোয়াড়। ফাফ ডুপ্লেসি, হার্শেল গিবস, মাইকেল ক্লার্ক থেকে ঋদ্ধিমান সাহা। শোকজ্ঞাপন করেছেন অনেকেই। ভারতের প্রাক্তন টেস্ট তারকা ইরফান পাঠানের মন্তব্য, ‘‘শ্রীলঙ্কা থেকে ভয়ঙ্কর সব খবর আসছে। একজন মানুষ কী করে অন্য মানুষদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে ভেবে পাচ্ছি না।’’ পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছেন, ‘‘ইস্টারের রবিবার যে ভাবে সন্ত্রাসবাদী আক্রমণে এত মানুষের মৃত্যু হল এবং শয়ে-শয়ে মানুষ আহত হলেন তার তীব্র নিন্দা করছি। শ্রীলঙ্কার ভাইদের প্রতি আমার গভীর সহানুভূতি। ওদের এ রকম দুঃখের দিনে সব রকম ভাবে আমরা শ্রীলঙ্কার পাশে থাকব।’’

গভীর শোকাহত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার-কোচ টম মুডি। বারবার যে ভাবে শ্রীলঙ্কার মতো সুন্দর দেশের উপর সন্ত্রাসবাদী আক্রমণ নেমে এসেছে সে কথা উল্লেখ করেছেন তিনি। ঘটনায় মর্মাহত শ্রীলঙ্কার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও। অ্যাঞ্জেলো ম্যাথেউজ, মাহেলা জয়বর্ধনেদের মতো অনেকেই টুইট করেছেন। ‘‘দশ বছর নিশ্ছিদ্র শান্তিতে থাকার পরে আবার অমানবিক আক্রমণ নেমে এল শ্রীলঙ্কার নিরপরাধ মানুষদের উপর,’’ লিখেছেন মাহেলা। ম্যাথেউজের আবেদন, তাঁর দেশের চূড়ান্ত দুঃসময়ে নতুন করে যেন গুজব ছড়ানো না হয়। সঙ্গে মন্তব্য, ‘‘মনে রাখবেন, আমরা কখনওই আর একটা যুদ্ধ চাই না।’’

Sri Lanka Blast India Pakistan Virat Kohli Imran Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy