Advertisement
২৪ এপ্রিল ২০২৪

যুবি মোটিভেশন, জাহির মেন্টর দিল্লির: কার্স্টেন

চার বছর আগের দোসরা এপ্রিলের রাতে তিনি বিশ্বকাপ হাতে তুলতে দেখেছিলেন তাঁর দুই ছাত্রকে। যুবরাজ সিংহ এবং জাহির খান। আজ তিনি, গ্যারি কার্স্টেন, দুই ছাত্রের জন্য নতুন ভূমিকা খুঁজে দিচ্ছেন। জাতীয় জার্সিতে নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস জাসির্তে। যে দলের কোচ তিনি নিজে।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:১৭
Share: Save:

চার বছর আগের দোসরা এপ্রিলের রাতে তিনি বিশ্বকাপ হাতে তুলতে দেখেছিলেন তাঁর দুই ছাত্রকে। যুবরাজ সিংহ এবং জাহির খান। আজ তিনি, গ্যারি কার্স্টেন, দুই ছাত্রের জন্য নতুন ভূমিকা খুঁজে দিচ্ছেন। জাতীয় জার্সিতে নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস জাসির্তে। যে দলের কোচ তিনি নিজে।

‘‘জাহিরের প্রচুর অভি়জ্ঞতা। আমি চাই ও টিম মেন্টরের কাজটা করুক,’’ দিল্লির পালাম মাঠে এ দিন প্র্যাকটিসের পর বলেছেন কার্স্টেন। সঙ্গে যোগ করেছেন, ‘‘দ্বৈত ভূমিকায় জাহির আগেও কাজ করেছে। আমি জানি ওর নিজেরও কিছু নির্দিষ্ট লক্ষ্য আছে। ও জানে যে, নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। টি-টোয়েন্টি বোলিংয়ে নিয়ে জাকের খুব ভাল ধারণা। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, টিমের সব বোলারই ওর চেনা।’’

যুবরাজ নিয়েও প্রশংসা করতে পিছপা হননি কার্স্টেন। যে যুবরাজকে ষোলো কোটির রেকর্ড অঙ্কে কিনেছে দিল্লি। ‘‘যুবরাজকে যে রকম ফিট দেখেছি, এতটা কোনও দিন দেখিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিল। এই মুহূর্তে যুবির চেয়ে বেশি মোটিভেটেড কাউকেই দেখছি না,’’ বলে কার্স্টেন আরও যোগ করেছেন, ‘‘ওকে দিল্লি টিমে আরও চেয়েছিলাম কারণ ও এখানকার কাছাকাছি অঞ্চলের ছেলে। ভারতীয় টিমে যুবির সঙ্গে দারুণ কিছু স্মৃতি আছে। আমি জানি ও দিল্লির কাছে মূল্যবান হয়ে উঠবে।’’

গত বার আইপিএলে আট টিমের মধ্যে সবচেয়ে নীচে শেষ করেছিল দিল্লি। এ বার তারা অভিযান শুরু করবে নতুন অধিনায়ক জেপি দুমিনির নের্তত্বে। যাঁকে নিয়ে কার্স্টেন বলছেন, ‘‘দুমিনিকে ক্যাপ্টেন করার কারণ আছে। এক, ও মানুষ হিসেবে দুর্দান্ত। দুই, ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টিমের অধিনায়ক। সেই অভিজ্ঞতাটা তাই ওর আছে। তা ছাড়া গত বছর ও দিল্লিতে ছিল বলে প্লেয়ারদের চেনে। প্লেয়াররাও ওকে ভালবাসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE