Advertisement
০৪ অক্টোবর ২০২৩

পুণেতে ডু প্লেসির জায়গায় বেইলি

এবার নিলামে যাঁরা আইপিএল-এর দল পাননি তাঁদের যেন ভাগ্য সুপ্রসন্ন। প্রতিদিনই লম্বা হচ্ছে আইপিএল-এ চোটের তালিকা। আর উঠে আসছে নতুন নাম। যাঁরা হতাশ হয়ে গিয়েছিলেন দল না পেয়ে তাঁরা জায়গা করে নিচ্ছে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজিতে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ১৬:২৯
Share: Save:

এবার নিলামে যাঁরা আইপিএল-এর দল পাননি তাঁদের যেন ভাগ্য সুপ্রসন্ন। প্রতিদিনই লম্বা হচ্ছে আইপিএল-এ চোটের তালিকা। আর উঠে আসছে নতুন নাম। যাঁরা হতাশ হয়ে গিয়েছিলেন দল না পেয়ে তাঁরা জায়গা করে নিচ্ছে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজিতে। কিংস একাদশ পঞ্জাবের গতবারের অধিনায়ককে এবার রাখেনি দল। সেই জর্জ বেইলি আবার চলে এলেন আইপিএল-এ, তবে জার্সি বদলে। এবার পুণে সুপার জায়ান্টসে। ফাফ ডু প্লেসির জায়গায় ডেকে নেওয়া হল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জর্জ বেইলিকে।

নিলামে তাঁর বেস প্রাইজ ছিল ১ কোটি। তখন অবশ্য দল পাননি তিনি। ইতিমধ্যেই চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন দলের চারজন প্লেয়ার। ফাফ ডু প্লেসির আগেই বিদায়ের খাতায় নাম লিখিয়ে ফেলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসন। এছাড়া তালিকায় রয়েছেন মিশেল মার্শও। নতুন স‌ংযোজন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। যেদিন ডু প্লেসির পরিবর্ত বেছে নিয়ে একটু নিশ্চিত হবেন ভেবেছিলেন ধোনিরা। সেদিনই আবার ধাক্কা। আবার খুঁজতে হবে নতুন নাম। তবে এই চোট আঘাতের বাড় বাড়ন্তে ভাগ্য খুলছে অনেক দল না পাওয়া প্লেয়ারের। সেদিক থেকে দেখতে গেলে। চোটের তালিকায় অবশ্য বিদেশিরাই বেশি। মার্শের পরিবর্ত দু’এক দিনের মধ্যেই বেছে নেওয়া হবে। আগেই পিটারসনের পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে উসমান খোয়াজাকে।

আরও খবর

চোটের জন্য আইপিএলের বাইরে স্টিভ স্মিথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE