Advertisement
০৮ মে ২০২৪

শ্বাসরুদ্ধ ম্যাচে ইতালিকে সাডেন ডেথ-এ হারিয়ে ইতিহাস গড়ল জার্মানি

ইউরো বা বিশ্বকাপে যা কখনও হয়নি, সেটা শনিবার করে দেখালেন ওজিলরা। কোনও বড় টুর্নামেন্টে প্রথম বার ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ল জার্মানরা।

নিজস্ব সংবাদদাতা
বোর্দো শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০৩:৪৭
Share: Save:

জার্মানি ১ (৬)

ইতালি ১(৫)

ইউরো বা বিশ্বকাপে যা কখনও হয়নি, সেটা শনিবার করে দেখালেন ওজিলরা। কোনও বড় টুর্নামেন্টে প্রথম বার ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ল জার্মানরা। কিন্তু জার্মানির সব আশায় জল পড়ে যেতে পারত যখন ওজিলেরা ১-০ করার পর বোয়েতাং-এর ভুলে নির্ধারিত সময়ে ১-১ করে ফেলে ইতালি। কিন্তু আজ বোধহয় অঘটনটা ঘটারই ছিল, কেন না বোনুচ্চির গোলে ১-১ করলেও জার্মানির ইতিহাস গড়া শেষ পর্যন্ত আটকাতে পারে নি ইতালি। ম্যাচ গড়ায় সাডেন ডেথ অবধি। পেনাল্টিতে শেষ পর্যন্ত ৬-৫ গোলে ইতিহাস ছুঁয়ে ফেলে জোয়াকিম লো-র ছেলেরা।

বিরতির পরে যখন হেক্টরের বাড়ানো পাস থেকে ওজিল ১-০ করলেন, তখন ম্যাচের আর বাকি মাত্র পঁচিশ মিনিট। কিন্তু ইতিহাসে নাম লেখানোর আগেই বোয়েতাংয়ের একটা ভুল ফের শূন্যের দিকে ঠেলে দিল জার্মানিকে। বক্সের মধ্যে একটা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন বোয়েতাং। নিটফল, পেনাল্টি। আর ইতালির হয়ে ১-১ করার সুযোগ নষ্ট করেননি বোনুচ্চি। জার্মান গোলকিপার সঠিক দিকে লাফিয়েও গোল বাঁচাতে পারেননি।

ওজিলের গোল-উৎসব। শনিবার। নব্বই মিনিট পর্যন্ত স্কোর ১-১। রয়টার্স

এখানেই অবশ্য শেষ নয়। ইতিহাস গড়ার আরও একটা সুযোগ পেেয়ছিল জার্মানি। কিন্তু মারিও গোমেজের সেই গোল নষ্টের অভ্যাসে সেটা আর হয়নি। না হলে একা বুফনকে পেয়েও যে ভাবে গোল নষ্ট করলেন, তাতে জার্মানদের ভুগতে হতে পারে এক্সট্রা টাইমে। কে বলতে পারে, এই সুযোগ নষ্টের ধাক্কায় ইউরো থেকে ছিটকে না যেতে হয় ওজিলদের।

এ দিকে, এ দিন হাতে কালো ব্যান্ড পরে নেেমছিলেন কিয়েলিনিরা। ঢাকায় সন্ত্রাসবাদীদের হাতে ন’জন ইতালিয়ান নাগরিক নিহত হওয়ার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Germany win Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE