তাঁর মন্থর ইনিংসই নাকি ডুবিয়েছে ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডেতে ১১৪ বলে ৫৪ রানের ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগেনি। আর এতক্ষণ ক্রিজ আঁকড়ে পরে থেকেও দলের কঠিন সময়ে আউট হয়ে ফেরা। ভারতের হারের জন্য সব দায়ই এসে পড়েছে এমএস ধোনির কাঁধে। সরাসরি তাঁকে না বলে হারের জন্য ব্যাটিংকে দায়ী করেছেন বিরাট কোহালি ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। কিন্তু এর মধ্যেই ধোনিকে একটু স্বস্তি দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট।
আরও খবর: ফিনিশার ধোনি শেষ, এখন দায়িত্ব ইনিংস গড়ার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ধোনির ৭৮ রানের ইনিংসের সঙ্গেই তিনি ছাপিয়ে গিয়েছেন গিলক্রিস্টকে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন দ্বিতীয় স্থানে। চতুর্থ ওডিআই-এ তাঁর হাফ সেঞ্চুরির সঙ্গেই তাঁর মোট রান পৌঁছে গিয়েছে ৯৪৯৬এ। গিলক্রিস্টের রান ছিল ৯৪১০। ইনস্টাগ্রামে ধোনিকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গিলক্রিস্ট। তিনি ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমাকে ছাপিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা। সবটাই সময়ের ব্যাপার।’’ শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। তাঁর রান ১৪২৩৪। তাঁকে ছাপিয়ে যেতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে ধোনিকে।
গিলক্রিস্টের ইনস্টাগ্রাম পোস্ট