Advertisement
১৭ মে ২০২৪

ক্যারাটের জাতীয়স্তরে সফল হলদিয়ার মেয়ে লোপামুদ্রা

রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় হুগলি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আয়োজনে ৬ ও ৭ অক্টোবর হুগলির ভদ্রেশ্বর সারদাপল্লি কন্যা বিদ্যাপীঠ ও দুর্গাময়ী অ্যাকাডেমিতে হল রাজ্য প্রতিযোগিতা।

সেরা: রাজ্য প্রতিযোগিতায় প্রথম লোপামুদ্রা। —নিজস্ব চিত্র।

সেরা: রাজ্য প্রতিযোগিতায় প্রথম লোপামুদ্রা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০২:৩০
Share: Save:

৬৩তম ‘রাজ্য বিদ্যালয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০১৭’-এ সফল হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ছেলেমেয়েরা। হলদিয়ার সুতাহাটার লোপামুদ্রা অধিকারী রাজ্য প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয়স্তরের বিদ্যালয় ক্যারাটে প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছরে তেলঙ্গানায় আয়োজিত হবে এই জাতীয়স্তরের প্রতিযোগিতা।

রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় হুগলি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আয়োজনে ৬ ও ৭ অক্টোবর হুগলির ভদ্রেশ্বর সারদাপল্লি কন্যা বিদ্যাপীঠ ও দুর্গাময়ী অ্যাকাডেমিতে হল রাজ্য প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ বিভাগে ছেলে ও মেয়েরা যোগ দেয়। প্রতি বিভাগে ওজনের ভিত্তিতে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় একটি মাত্র ইভেন্ট ‘কুমিতে’ বিভাগে যোগ দেয় সব প্রতিযোগী।

পূর্ব মেদিনীপুর থেকে ২২ জন প্রতিযোগী রাজ্য প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে ৩৮ কিলোগ্রাম ওজনের গ্রুপে প্রথম হয়েছে সুতাহাটার হরিণভাসা গ্রামের লোপামুদ্রা অধিকারী। মহিষাদল অ্যাপেক্স অ্যাকাডেমিতে সপ্তম শ্রেণির ছাত্রী লোপামুদ্রা এই প্রতিযোগিতায় প্রথম হয়ে বিদ্যালয়ের জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেল। তার বাবা কৌশিক অধিকারী ক্যারাটে প্রশিক্ষক। বাবার কাছেই ক্যারাটে প্রশিক্ষণ নেয় মেয়ে। কৌশিকবাবুর কথায়, “গত বছর দিল্লিতে ‘ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’-র আয়োজনে ‘ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০১৬’-র কুমিতে বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল লোপামুদ্রা। এ বার জাতীয় প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার সুযোগ পেল লোপামুদ্রা।” তিনি আরও জানান, জাতীয় প্রতিযোগিতায় যাওয়ার আগে কয়েকটি বিশেষ প্রশিক্ষণ শিবির করা হবে। প্রশিক্ষণ দেবেন ‘ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’-র অল ইন্ডিয়া চিফ ইনস্ট্রাক্টর কৌশিক বসু। এ ছাড়াও প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে ৪৮ কিলোগ্রাম ওজনের গ্রুপে দ্বিতীয় হয়েছে মহিষাদল অ্যাপেক্স একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী চন্দ্রিকা ভুঁইয়া।

পশ্চিম মেদিনীপুর থেকে ১৬ জন যোগ দেয় প্রতিযোগিতায়। অনূর্ধ্ব-১৪ ছেলেদের ৩০ কিলোগ্রাম বিভাগে দ্বিতীয় হয়েছে বাঁধগোড়া জুনিয়র হাইস্কুলের ছাত্র প্রদীপ দোলই। এই বিভাগেই ৪০ কিলোগ্রাম বিভাগে তৃতীয় হয়েছে খড়্গপুর ডিএভি স্কুলের ছাত্র মহর্ষি পাল। অনূর্ধ্ব-১৯ মেয়েদের ৪৪ কিলোগ্রাম বিভাগে দ্বিতীয় হয়েছে গড়বেতা হাইস্কুলের ছাত্রী রিয়া মুখোপাধ্যায়। রাজ্যস্তরে জেলার ছেলেমেয়েরা সফল হলেও খুব ভাল ফল হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ দাস বলেন, “গত বছরের তুলনায় এ বছর ফল তেমন ভাল হয়নি। জেলার যে ছেলেমেয়েরা রাজ্য প্রতিযোগিতায় যোগ দিয়েছিল, তারা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার প্রশিক্ষণ নেয়। এর ফলে রাজ্য বিদ্যালয় ক্যারাটে প্রতিযোগিতায় সকলে ভাল ফল করতে পারে না।” আগামী বছর থেকে রাজ্য প্রতিযোগিতায় যাওয়ার আগে বাছাই শিবিরের পর সকলকে নিয়ে বিশেষ ক্যাম্প করা হবে।” রাজ্য বিদ্যালয়ের প্রতিযোগিতা যে ঘরানা অনুসরণ করে, তা দেখানোর ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE