Advertisement
E-Paper

‘রবি ভাইয়ের থেকে প্রচুর সাহায্য পেয়েছি’

প্রথম ওয়ান ডে জেতার পর আনন্দবাজার-কে তিনি বলেছিলেন, “আমি বলে দিলাম, বিরাট ও ধবনের রানে ফিরে আসাটা স্রেফ সময়ের অপেক্ষা।” মঙ্গলবার বার্মিংহামে ভারতের সিরিজ জয়ের পর বোঝা গেল, রবি শাস্ত্রী সে দিন কিছু ভুল বলেননি। বিরাট কোহলি তো নটিংহামে আগের ম্যাচেই রানে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার বার্মিংহামে শিখর ধবনের ব্যাটেও রানের খরা কাটল। ম্যাচ জেতার পর ধবনও বললেন, “রবি ভাই-এর টিপস খুব কাজে লেগেছে আমার। ওঁকে ধন্যবাদ।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৭

প্রথম ওয়ান ডে জেতার পর আনন্দবাজার-কে তিনি বলেছিলেন, “আমি বলে দিলাম, বিরাট ও ধবনের রানে ফিরে আসাটা স্রেফ সময়ের অপেক্ষা।” মঙ্গলবার বার্মিংহামে ভারতের সিরিজ জয়ের পর বোঝা গেল, রবি শাস্ত্রী সে দিন কিছু ভুল বলেননি। বিরাট কোহলি তো নটিংহামে আগের ম্যাচেই রানে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার বার্মিংহামে শিখর ধবনের ব্যাটেও রানের খরা কাটল। ম্যাচ জেতার পর ধবনও বললেন, “রবি ভাই-এর টিপস খুব কাজে লেগেছে আমার। ওঁকে ধন্যবাদ।”

টেস্ট সিরিজে ভরাডুবির পরই যখন প্রাক্তন ভারত অধিনায়ক ও অলরাউন্ডার রবি শাস্ত্রীকে ধোনির দলের টিম ডিরেক্টর করে দিয়ে তাঁকে কোচ ডানকান ফ্লেচারের মাথার উপর বসিয়ে দেয় বোর্ড, তখন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই ভরসা রেখেছিলেন তাঁর উপর। এখন দেখা যাচ্ছে, খুব একটা ভুল করেননি তাঁরা। মঙ্গলবার বার্মিংহামে শেষ দু’বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে দলকে জয়ে পৌঁছে দিয়ে ৯৭-এ অপরাজিত থাকা শিখর ধবনও যখন শাস্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, তখন বোঝা গেল, তাঁর প্রভাব কতটা। টিভি সাক্ষাৎকারে ধবন বলেন, “রবি ভাইয়ের আমাদের দলে যোগ দেওয়াটা অবশ্যই ভাল হয়েছে। ওঁর কয়েকটা টিপস আমার খুব কাজে লেগেছে। বেশ কিছু ভাল পরামর্শ ওঁর কাছ থেকে পেয়েছি। টেকনিকের ব্যাপারে তো উনি সাহায্য করছেনই, এ ছাড়া কনফিডেন্সও জোগাচ্ছেন প্রচুর।”

লেস্টারশায়ারে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৬০-এর পর থেকে ধবনের ব্যাটে রানের খরা। এত দিনে সফর শেষ হওয়ার এক সপ্তাহ আগে অবশেষে রান পেয়ে শাস্ত্রীর পাশাপাশি ধবন ধন্যবাদ দিলেন ম্যাচের সেরা অজিঙ্ক রাহানেকেও। যাঁর সঙ্গে এ দিন ১৮৩-র পার্টনারশিপ খেলেন তিনি। বলেন, “অজিঙ্ক উল্টোদিকে বেশ জমিয়ে ব্যাট করছিল বলে আমার উপর চাপটা কমে যায়। তাই উইকেটে থিতু হওয়ার সময়টা পেয়ে যাই। দু’জনেই যখন উইকেটে জমে যাই, তখন ব্যাটিংটা উপভোগ করতে শুরু করি।”

লর্ডস টেস্টে তাঁর সেঞ্চুরির সঙ্গে যেমন ভারত জিতেছিল, তেমনই তাঁর ওয়ান ডে-র সেঞ্চুরিও দলকে জেতানোয় খুশি রাহানে। বললেন, “নিজের সাফল্যের সঙ্গে দলের সাফল্য একসঙ্গে এলে সেটা বেশি উপভোগ্য হয়ে ওঠে। আজও তা-ই হল। উইকেটে টিকে থাকার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। শুরুটা ভাল হওয়ায় মনস্থির করে নিই, আজ ভাল কিছু করতেই হবে। উল্টোদিকে শিখর যা খেলছিল, দুর্দান্ত। ওর ইনিংসটাও বেশ উপভোগ করছিলাম।”

দুই ওপেনার রান পেয়ে যাওয়ায় স্বস্তিতে ক্যাপ্টেন ধোনিও। যিনি এ দিন ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ান ডে (৯১) জেতার নজির গড়ে ফেললেন মহম্মদ আজহারুদ্দিনকে (৯০) টপকে। ধোনি বলছিলেন, “প্রথম ১০-১২ ওভার ওপেনাররা দাঁড়িয়ে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যানরা একটা ভাল প্ল্যাটফর্ম পেয়ে যায়। ওপেনারদের ভাল ফর্মে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই ধবনকে ফর্মে ফিরতে দেখে বেশ ভাল লাগছে। রাহানে তো ওপেনারদের দৌড়ে বরাবরই তিন নম্বরে। ও সুযোগটা কাজে লাগিয়ে নিল। যতই হোক ও ভাল টাইমার। যার ফলে ওর পক্ষে রান পাওয়াটা সহজ হয়ে যায়। এই জায়গাটা ওর পক্ষে মানানসই। তবে ওপেনিং স্লট নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। রোহিতও তো খারাপ নয়।”

অমিতাভ বচ্চনের টুইট

ধো দিয়া... পছাড় দিয়া... নিচোড় কর, বিলায়েত কে বাদলো মে সুখনে কে লিয়ে ছোড় দিয়া... ভারত কে ওয়ান ডে টিম নে ইংল্যান্ড কো! ভারত মাতা কি জয়!

(ধুয়ে দিল... আছড়ে দিল... নিংড়ে দিল... বিলেতের মেঘে শুকোনোর জন্য ছেড়ে দিল... ভারতের ওয়ান ডে টিম, ইংল্যান্ডকে! ভারতমাতার জয়!)

ইংল্যান্ড

কুক ক রায়না বো ভুবনেশ্বর ৯
হেলস বো ভুবনেশ্বর ৬
ব্যালান্স ক রাহানে বো শামি ৭
রুট ক ধবল বো রায়না ৪৪
মর্গ্যান ক রায়না বো জাডেজা ৩২
বাটলার এলবিডব্লিউ শামি ১১
মইন বো অশ্বিন ৬৭
ওকস রান আউট ১০
ফিন বো জাডেজা ২
অ্যান্ডারসন ন.আ. ১
গার্নি বো শামি ৩
অতিরিক্ত ১৪
মোট (৪৯.৩ ওভারে) ২০৬।
পতন: ১৫, ১৬, ২৩, ১০৩, ১১৪, ১৬৪, ১৯৪, ২০১, ২০২।
বোলিং: ভুবনেশ্বর ৮-৩-১৪-২, ধবল ৭-০-৩৫-০, শামি ৭.৩-১-২৮-৩, অশ্বিন ১০-০-৪৮-১, জাডেজা ১০-০-৪০-২, রায়না ৭-০-৩৬-১।

ভারত

শিখর ন.আ. ৯৭
রাহানে ক কুক বো গার্নি ১০৬
কোহলি ন.আ. ১
অতিরিক্ত
মোট (৩০.৩ ওভারে) ২১২-১।
পতন: ১৮৩।
বোলিং: অ্যান্ডারসন ৬-১-৩৮-০, গার্নি ৬.৩-০-৫১-১, ফিন ৭-০-৩৮-০, ওকস ৪-০-৪০-০, মইন ৭-০-৪০-০।

india shekhar dhawan ravi shastri england cricket help sports news online sports news world cup wins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy