মাত্র ৩৯ চালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ১৬ বছরের ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। র্যাপিড চেসে রবিবার মধ্য রাতে তার পারফরম্যান্স অবাক করেছে সবাইকে। কিন্তু খুব একটা অবাক হননি বাংলার দ্বিতীয় তথা ভারতের অষ্টম গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, কার্লসেন র্যাপিড চেসে গত দু’বছরে অনেক ম্যাচ হেরেছেন। তাই প্রজ্ঞার কাছে তাঁর হেরে যাওয়া কোনও অঘটন নয়।
প্রজ্ঞার জয় নিয়ে আনন্দবাজার অনলাইনকে সূর্য বললেন, ‘‘নিঃসন্দেহে এটা খুব ভাল ফল। সেই রাতে ও দুর্দান্ত খেলেছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, ও কিন্তু রাত দু’টোর সময় ম্যাচ খেলেছে। সেটা কিন্তু সহজ কথা নয়। অত রাতে কার্লসেনের মতো এক জনকে হারানো যথেষ্ট কৃতিত্বের। তবে র্যাপিড চেসে গত দু’বছরে কার্লসেনের রেকর্ড দেখলে দেখা যাবে ও কিন্তু অনেক ম্যাচ হেরেছে। তাতে অবশ্য প্রজ্ঞার কৃতিত্বকে কোনও অংশে ছোট করা যায় না।’’