Advertisement
E-Paper

জাতীয় ফুটবলে ডাক হাফলংয়ের কিশোরকে

হাফলং শহরের সাধারণ পরিবারের ছেলে ভারতীয় ফুটবল জগতে নতুন নক্ষত্র!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২১

হাফলং শহরের সাধারণ পরিবারের ছেলে ভারতীয় ফুটবল জগতে নতুন নক্ষত্র!

তিনি বাউরংডাও। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। জেলা ক্রীড়া সংস্থার মাঠে দিনরাত চলত প্রশিক্ষণ। কিন্তু হাফলঙে ফুটবল শেখানোর ভাল পরিকাঠামো নেই। হাল ছাড়েননি বাউরংডাও।

ছেলের স্বপ্ন সফল করতে এগিয়ে আসেন জীবন বডো। পাশে পান জেলা ক্রীড়া সংস্থাকে। সাই-এ প্রশিক্ষণের জন্য পাঠানো হয় বাউরিংডাওকে। আর পিছনে ফিরে তাকাননি তিনি। সুযোগ মেলে অনূর্ধ-১৬ জাতীয় দলে। গত বছর ‘ইন্ডিয়ান সুপার লিগে’ বাউরিংডাওকে দলে নেয় চেন্নাই এফসি। এ বার আই লিগে চেন্নাই এফসি থেকে বাউরিংডাওকে তুলে নেয় মিনার্ভা পঞ্জাব।

উত্তর-পূর্বের অনেক ফুটবলার দেশের বিভিন্ন ক্লাব বা জাতীয় দলে প্রতিনিধিত্ব করলেও অসমের পাহাড়ি জেলা থেকে এই প্রথম বাউরিংডাও সুযোগ পেলেন আই লিগে। গত শনিবার তিনি ওই প্রতিযোগিতায় সব চেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে গোল করেন। লুধিয়ানায় মুম্বই এফসি-র বিরুদ্ধে গোল করেন তিনি।

উল্লেখ্য গত এপ্রিলে আইজল এফসি-র বিরুদ্ধে সব চেয়ে কম বয়সে গোল করে রেকর্ড গড়েছিলেন স্যামুয়েল লালমুয়ানপুইয়া। বাউরিংডাও ওই রেকর্ড ভেঙেছেন। লুধিয়ানা থেকে ফোনে বাউরিংডাও জানিয়েছেন, অন্য কিছু নয়, শুধু খেলার উপর মনোনিবেশ করতে চান।

অন্য দিকে, মাঠে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার স্বপ্ন পূরণ হবে অসমের ১৬ বছরের মাধুর্য্য বরার। দর্শক হয়ে নয়। সেই ক্লাবেরই এক সদস্য হিসেবে।

সুযোগ পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে তিন মাসের প্রশিক্ষণ নিতে যাচ্ছে ১৬ বছরের মাধুর্য্য। বেঙ্গালুরুতে ‘ওজন ফুটবল আকাডেমি’তে প্রশিক্ষণরত মাধুর্য্য ‘ম্যান ইউ’ ক্লাবে ফুটবল শিখতে যাচ্ছে দেশের আরও তিন বাছাই ফুটবলারের সঙ্গে। তিন মাসের প্রশিক্ষণ। পাশাপাশি মিলবে প্রিমিয়ার লিগের খেলা দেখার সুযোগ, সেরা দলের বিরুদ্ধে ম্যাচ, শহর ঘোরার ব্যবস্থা।

আসমের অনূর্ধ-১৯ দলের খেলোয়ার মাধুর্য্য দেশের ৬০০ জন ফুটবলারের সঙ্গে সে জন্য টক্করে নেমেছিল। বেঙ্গালুরুতে চূড়ান্ত পর্বের বাছাইয়ে জায়গা পায় ৩১ জন। সেখান থেকে ম্যান ইউ প্রতিনিধিরা চার জনকে বেছে নেন। মাধুর্য্য বলে, ‘‘প্রশিক্ষণের সময় নিজের সেরাটা উজাড় করে দেব। শিখে নেব যতটা সম্ভব।’’ পরিজনরা জানান, নগাঁওয়ে দুলাল আহমেদের কাছে তার ফুটবলে হাতেখড়ি।
দশম শ্রেণির মাধুর্য্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। অসম ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অঙ্কুর দত্ত জানান, মাধুর্য্যর জন্য রাজ্য গর্বিত।

Haflong National Football Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy