যে বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে বিস্ময় বালক হিসেবে তাঁর উত্থান, ফুটবলজীবনের সেই আঁতুরঘর কি সত্যিই ছেড়ে দিতে চাইছেন লিয়োনেল মেসি? এ নিয়ে স্পেন তো বটেই গোটা বিশ্বের ফুটবল মহলে আলোড়ন পড়ে গিয়েছে। বার্সেলোনার সঙ্গে সামনের বছরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। একটি স্পেনীয় রে়ডিয়োর দাবি, চুক্তি নবীকরণের আলোচনা বাতিল করেছেন আর্জেন্টিনীয় মহাতারকা। তা থেকেই জল্পনা ছড়িয়েছে, তিনি আর বার্সেলোনায় থাকতে চান না।
স্পেনীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে এমন তথ্য যে, মেসির কথাতেই তাতা মার্তিনোর চাকরি গিয়েছিল। তাঁর কথাতেই নিয়ে আসা হয় বর্তমান ম্যানেজার কিকে সেতিয়েনকে। এ সব জল্পনা একেবারেই মেনে নিতে পারছেন না বার্সা মহাতারকা। স্পেনেরই কয়েক জন সাংবাদিকের লেখা থেকে জানা যাচ্ছে, এমন সব জল্পনা ছড়ানো নিয়ে এবং তাঁকে সর্বময় কর্তা সাজিয়ে ক্রমাগত খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টায় তিনি ক্ষুব্ধ এবং হতাশ। সেই কারণেই বিকল্প পথের কথা ভাবতে পারেন।
সমস্যা বেড়েছে আঁতোয়া গ্রিজ়ম্যানকে নিয়েও। নেমারের বিকল্প হিসেবে আতলেতিকো দে মাদ্রিদ থেকে নিয়ে আসা হয় গ্রিজ়ম্যানকে। ফরাসি তারকা এখনও পর্যন্ত ছন্দে না থাকায় তাঁকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রথম একাদশে সে ভাবে জায়গাও হচ্ছে না তাঁর। বার্সা ছেড়ে যাওয়ার কথাও তিনি ভাবছেন, এমন খবর বেরিয়ে পড়েছে। গ্রিজ়ম্যানকে নিয়েও খবর ফাঁস হয়েছে যে, মেসিই তাঁকে নিয়ে আসতে বলেন, কিন্তু এখন সেতিয়েনের মতোই সঙ্গ ত্যাগ করতে চাইছেন। এমন জল্পনা নিয়েও ক্ষুব্ধ মেসি। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, সুয়ারেস এবং মেসির সঙ্গে সস্ত্রীক গ্রিজ়ম্যানকে অনেক বারই নৈশভোজে দেখা গিয়েছে। তাঁদের তিনটি পরিবারের মধ্যেও খুব বন্ধুত্ব রয়েছে। গ্রিজ়ম্যানকে ছন্দে ফেরানোর জন্য তাঁকে সারাক্ষণ অনুশীলনে সাহায্য করে যাচ্ছেন মেসি এবং সুয়ারেস, এমন পাল্টা তথ্যও রয়েছে। মেসি মহলের সন্দেহ, ক্লাবের ভিতর থেকে খারাপ অভিসন্ধি নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছে। তাতে দু’পক্ষের মধ্যে অশান্তি আরও বেড়েছে।