Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চোখের জলের রিও

.

.

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০৩:৫১
Share: Save:

ফেল্পসের রেকর্ড ১৯

৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতে রিও অভিযান শুরু করলেন মাইকেল ফেল্পস। যা তাঁর উনিশ নম্বর অলিম্পিক্স সোনা। গ্যালারিতে হাজির ছিলেন বাগদত্তা নিকোল ও ছোট্ট ছেলে বুমার। পদক নিতে উঠে টিমমেট রায়ান হেল্ডকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ফেল্পস। ‘‘মনে হচ্ছিল বুক থেকে হৃদপিণ্ডটা বেরিয়ে আসবে। এই রেসটা জিততেই হত। টিমমেটদের কাঁদতে দেখে আমিও কেঁদে ফেললাম। শেষ অলিম্পিক্স রিলেতে সোনা জয়। অবিশ্বাস্য,’’ বলেন ফেল্পস।

বিদায় জোকার

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হারলেন। খুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-২)। ম্যাচের পর কাঁদতে দেখা গেল বিজয়ী এবং বিজিত দু’জনকেই। চার বছর আগে লন্ডন অলিম্পিক্সেও জোকারের ব্রোঞ্জ জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন আর্জেন্তিনার দেল পোত্রো। অন্য দিকে মেয়েদের ডাবলসে ২০০০ সিডনি অলিম্পিক্স থেকে টানা তিন বারের সোনাজয়ী সেরিনা-ভেনাস উইলিয়ামস প্রথম ম্যাচেই ছিটকে গেলেন চেক জুটি লুসি সাফারোভা-বার্বোরা স্ট্রাইকোভার কাছে।

ফের ড্র ব্রাজিলের

ইরাকের বিরুদ্ধেও ০-০ ড্র করল নেইমারের ব্রাজিল। প্রায় কুড়িটা শট মেরেও গোল করতে পারেনি ব্রাজিল। অধিনায়ক নেইমারও ছিলেন নিষ্প্রভ। অলিম্পিক্স শুরুর আগে ব্রাজিলকে ফেভারিট ধরা হয়েছিল। এখন যা পরিস্থিতি, তাতে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষ ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে জিততেই হবে ব্রাজিলকে। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-৩ ড্র করল জার্মানি। আর্জেন্তিনা ২-১ হারিয়েছে আলজিরিয়াকে।

ছবি এএফপি ও রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics Michael Phelps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE