Advertisement
১৯ মে ২০২৪

মুকুট ফেরানোর লক্ষ্যে প্রশ্নে ইডেনের উইকেট

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারানোর হতাশা যাচ্ছে না রোহিত শর্মাদের। বরং এর পর ঘরের মাঠে যে ১৩টা টেস্ট আছে, তাতে হারানো সিংহাসন পুনর্দখলে মরিয়া ভারত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩২
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারানোর হতাশা যাচ্ছে না রোহিত শর্মাদের। বরং এর পর ঘরের মাঠে যে ১৩টা টেস্ট আছে, তাতে হারানো সিংহাসন পুনর্দখলে মরিয়া ভারত। কিন্তু সেই লক্ষ্যে তাঁদের কতটা সাহায্য করতে পারবে ইডেনের বাইশ গজ, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।

টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজ থেকেই সেই টার্গেট মাথায় রাখছে। যে সিরিজের দ্বিতীয় টেস্ট ইডেনে। কিন্তু ভরা বর্ষায় যে ভাবে ব্যাহত হচ্ছে উইকেট তৈরির কাজ, তাতে বিরাট কোহালিরা কতটা ভাল উইকেট পাবেন, সেই প্রশ্নই দেখা দিয়েছে। ‘‘ওয়েস্ট ইন্ডিজে যেখানে শেষ করেছি, সেখান থেকেই আবার শুরু করতে চাই। আমাদের লক্ষ্য বিশ্বের এক নম্বর টিম হওয়া’’, এ দিন মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলেন রোহিত। অজিঙ্ক রাহানেও একমত, ‘‘আমাদের এক-একটা সিরিজ ধরে এগোতে হবে।’’ কিন্তু ভারত যে লক্ষ্য নিয়ে ইডেনে নামবে, সেই লক্ষ্য কি পূরণ হবে? ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলছেন, ‘‘এত বৃষ্টি হচ্ছে যে, উইকেট তৈরির কাজে খুব সমস্যা হচ্ছে। ভাল উইকেট তৈরির জন্য টানা চার-পাঁচ দিন রোদ দরকার।’’ কিউরেটরের কথায় ইঙ্গিতটা স্পষ্ট যে, টানা চার-পাঁচ দিন রোদ না উঠলে ৩০ সেপ্টেম্বর থেকে বিরাটদের হয়তো ভাল উইকেট দেওয়া সম্ভব হবে না। সুজনবাবু বলেন, ‘‘সবে পঞ্চাশ শতাংশ উইকেট তৈরি হয়েছে।’’ শনিবার প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষায় পায়নি ইডেন। এই বৃষ্টি ভরা মাসে বাকি পঞ্চাশ শতাংশ কাজ পুরো না হলে বিরাটদের পছন্দের ঘূর্ণি উইকেট দেওয়া যাবে? না পেসাররা দাপাবেন ইডেন উইকেটে? সেটাই প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india cricket Heavy rain Eden wicket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE