Advertisement
০৬ মে ২০২৪

যৌন নিগ্রহের অভিযোগ হিমার কোচের বিরুদ্ধে

চলতি মাসের শুরুতেই তাঁর ছাত্রী হিমা দাস বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। যার ফলে গুয়াহাটির সেই অ্যাথলেটিক্স কোচ নিপন দাসও চলে এসেছিলেন প্রচারের আলোয়। 

সোনা জেতার পর হিমা। ছবি: এএফপি।

সোনা জেতার পর হিমা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৩:৩০
Share: Save:

চলতি মাসের শুরুতেই তাঁর ছাত্রী হিমা দাস বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। যার ফলে গুয়াহাটির সেই অ্যাথলেটিক্স কোচ নিপন দাসও চলে এসেছিলেন প্রচারের আলোয়।

কিন্তু এ বার বিতর্কের মুখে অসমের এই অ্যাথলেটিক্স কোচ। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন কুড়ি বছর বয়সি এক অ্যাথলিট। যার জেরে নিপনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও নিপন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন ও সাজানো বলে দাবি করেছেন সর্বভারতীয় প্রচারমাধ্যমের কাছে। রাতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

হিমার মতো এই ছাত্রীকেও ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুশীলন করাতেন নিপন। অভিযোগকারী ছাত্রী গত ২২ জুন পুলিশের কাছে তাঁর কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানিয়েছেন, গত মে মাসে নাকি নিপন তাঁকে যৌন নিগ্রহ করেন।

যদিও বর্ষীয়ান এই কোচ সংবাদসংস্থাকে বলেন, ‘‘এটি পুরোপুরি সাজানো ঘটনা। অভিযোগকারী ওই ছাত্রী ১০০ ও ২০০ মিটারের অনুশীলন করত আমার কাছে। বেশ কয়েক মাস ধরেই অসমের রাজ্য অ্যাথলেটিক্স দলে ঢোকার জন্য আমার কাছে আর্জি জানাচ্ছিল। কিন্তু রাজ্যে ওর চেয়েও ভাল অ্যাথলিট থাকায় ওই মেয়েটিকে রাজ্য দলে নিইনি।’’ হিমা দাসের কোচ সঙ্গে যোগ করেন, ‘‘আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপের দলে ওকে নেওয়া হয়নি। সেই রাগেই ও এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি মেয়েটি। পুলিশকে ও জানিয়েছে, ঘটনাটি হয়েছে ১৮ মে। অভিযোগ দায়ের হয়েছে এক মাস পরে। পুলিশ আমার সহকারীদেরও জেরা করেছে। প্রত্যেকেই জানিয়েছে, এ রকম কিছু হয়নি। আমি যে নির্দোষ, তা প্রমাণিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE