কমনওয়েলথ গেমসের জন্য নির্বাচিত হকি দল থেকে বাদ দেওয়া হল অভিজ্ঞ সর্দার সিংহ এবং রমনদীপ সিংহকে। কয়েক দিন আগেই আজলান শাহ কাপে সর্দারের নেতৃত্বে ভারতীয় দল যোগ দিয়েছিল। মনদীপ সিংহকে বিশ্রাম দেওয়ায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল সর্দারের কাঁধে। তাঁর পরেই সর্দারকে বাদ দেওয়ায় হল।
ভারতীয় দলের কোচ সোর্দ মারিন অবশ্য বলছেন, দু’জনকে বাদ দেওয়ার পিছনে জোরালো কারণ রয়েছে। ভারতের ডাচ কোচের মতে, সর্দারকে বাদ দেওয়া হয়েছে কড়া প্রতিদ্বন্দ্বিতার জন্য আর রমনদীপ বাদ পড়েছেন ধারাবাহিকতার অভাবে। সর্দারের বাদ পড়ার পিছনে কমনওয়েলথ গেমসে ভারতের খারাপ ফল দায়ী হতে পারে ধরা হচ্ছে। কিন্তু রমনদীপকেও দলের বাইরে রাখায় অনেকে অবাক। তাঁর পারফরম্যান্স আজলান শাহ কাপে খুব খারাপ নয়।
গোল্ডকোস্টে ভারতীয় দলের নেতৃত্ব সামলাবেন মনপ্রীত সিংহ। তাঁর ডেপুটি চিংলেসেনা সিংহ। ভারতের কোচ মনে করেন, এই টুর্নামেন্টে সবচেয়ে কঠিন দল অস্ট্রেলিয়া। তারাই শক্ত গাঁট হয়ে উঠতে পারে। তবে ভারতীয় দলকে জিততে হলে শৃঙ্খলা ধরে রেখে খেলতে হবে, মনে করেন কোচ। কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে ৪ এপ্রিল।