Advertisement
২৩ মে ২০২৪
Sports News

হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হার ভারতের

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচের ফল ১-০। বৃহস্পতিবার লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। ভারতকে সহজেই হারিয়ে দুটো জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল আয়ারল্যান্ড।

ভারত ও আয়ারল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত। ছবি: হকি ইন্ডিয়ার ফেসবুক।

ভারত ও আয়ারল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত। ছবি: হকি ইন্ডিয়ার ফেসবুক।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ২১:২১
Share: Save:

হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হারতে দল ভারতের মেয়েদের। পুল ‘বি’র প্রথম ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ভাবা হয়েছিল ঘুরে দাড়াবেন মেয়েরা। কিন্তু তেমনটা হল না বরং হেরে বসল রানি অ্যান্ড ব্রিগেড। সাতটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারল না ভারত।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচের ফল ১-০। বৃহস্পতিবার লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। ভারতকে সহজেই হারিয়ে দুটো জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল আয়ারল্যান্ড। শুরুতেই অনেকবেশি অ্যাটাকিং ছিল ভারত। যার ফল শুরুতেই পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল ভারত। ভারতের জন্য এটাই প্রথম পেনাল্টি কর্নার এই টুর্নামেন্টে। কিন্তু তা কাজে লাগেনি।

১২ মিনিটে কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করে অবশ্য খেলার গতির বিপরীতে গিয়ে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। আর সেটাই হয়ে গেল উইনিং গোল। কারণ পুরো ম্যাচে আরও কোনও গোলই হল না। ম্যাচের একমাত্র গোলটি করলেন আনা ও’ফ্লানাগান। ভারতের পরের ম্যাচ ২৯ জুলাই ইউএসএ-র বিরুদ্ধে। এই মুহূর্তে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা রয়েছে।

আরও পড়ুন
দ্বিতীয় টি১০ লিগে তারকার সমাবেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Women Hockey World Cup India Ireland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE