Advertisement
E-Paper

আইপিএলের অন্দরে

সিএসকে বনাম কেকেআর ম্যাচের আগে একটা অচেনা আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল ইডেনে। প্রয়াত ক্রিকেটার অঙ্কিত কেশরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ঘিরে। ঠিক ছিল, রাজস্থান রয়্যালস ম্যাচের দিনই অঙ্কিতের প্রতি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করবে সিএবি। ম্যাচ সে দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেটা হল বৃহস্পতিবার।

শেষ আপডেট: ০১ মে ২০১৫ ০৪:০৬

ইডেন যখন অঙ্কিতের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রয়াত অঙ্কিতকে শ্রদ্ধার্ঘ্য। বৃহস্পতিবার ইডেনে বেঙ্কি মাইসোর, সৌরভ গঙ্গোপাধ্যায়,
জয় মেটা, গৌতম গম্ভীর ও অরূপ বিশ্বাসের সঙ্গে অঙ্কিতের বাবা।

সিএসকে বনাম কেকেআর ম্যাচের আগে একটা অচেনা আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল ইডেনে। প্রয়াত ক্রিকেটার অঙ্কিত কেশরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ঘিরে। ঠিক ছিল, রাজস্থান রয়্যালস ম্যাচের দিনই অঙ্কিতের প্রতি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করবে সিএবি। ম্যাচ সে দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেটা হল বৃহস্পতিবার। ইডেনকে অঙ্কিতের ছবিতে ঢেকে দেওয়ার সঙ্গে ড্রেসিংরুমের বাইরে তাঁর ছবিতে দু’টিমের ক্রিকেটারদের ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য, কেকেআর টিম লিস্টে ষোলো নম্বর সদস্য হিসেবে অঙ্কিতকে রেখে দেওয়া, কেকেআর এবং সিএবির তরফে তাঁর পরিবারকে দশ-দশ লক্ষ টাকা করে তুলে দেওয়া— সবই হয়ে থাকল। পরে অঙ্কিতের বাবা রাজকুমার কেশরী বলছিলেন, “যা আমার চলে গিয়েছে, সেটা ফিরে পাব না। কিন্তু এই অনুষ্ঠানটা মনে রাখব।” শোনা গেল, কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর আলাদা করে দেখা করেছেন অঙ্কিতের বাবার সঙ্গে। নাইট ক্যাপ্টেনকে অনুরোধ করা হয়েছে, অঙ্কিতের বাড়িতে একবার যাওয়ার জন্য। যেটা বেঙ্গালুরু ম্যাচ থেকে ফিরে গম্ভীর যেতে পারেন। ক্রিকেটাররা তো বটেই, প্রশাসকদের মধ্যে বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া, আবাসন ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়, সবাই ফুল দিয়ে অঙ্কিতকে শ্রদ্ধা জানান।

ব্যর্থতার কোনও অজুহাত দিতে চান না যুবরাজ

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

চার কোটি টাকা দিয়ে নিলামে কিনলেও এ বারের আইপিএলে একটি ম্যাচেও নামেননি জাহির। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য। বাঁ হাতি পেসার শেষ বার আইপিএলে খেলেছেন গত বছর ৩ মে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সাত ম্যাচে চারটেই হেরে মাত্র ছ’পয়েন্ট নিয়ে ধুঁকছে দিল্লি। এই পরিস্থিতিতে বীরেন্দ্র সহবাগদের পঞ্জাব কিঙ্গস ইলেভেনের বিরুদ্ধে শুক্রবার ঘরের মাঠে জাহিরকে দলে রাখা হবে? যুবরাজ বৃহস্পতিবার বলেন, ‘‘দল নির্বাচন নিয়ে কিছু জানি না। তবে মনে হচ্ছে জাহির শুক্রবার খেলবে। কোচ (গ্যারি কার্স্টেন) আর ক্যাপ্টেনকে (জেপি দুমিনি) এ ব্যাপারে জিজ্ঞেস করুন।’’ পাশাপাশি তাঁর নিজের আর টিমের এ বারের আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স নিয়েও যুবরাজ বলে দেন, ‘‘ব্যর্থতার কোনও অজুহাত দিতে চাই না। তবে ঘরোয়া ক্রিকেট আর টি-টোয়েন্টি এক নয়। আর এ রকম কিন্তু নয় যে আমরা টানা হারছি। এই ফর্ম্যাটটাই তো এ রকম। আগাম কিছু বলা যায় না।’’

হে নতুন প্রজন্ম, তোমায় প্রণাম।

উনিশের সরফরাজকে (২১ বলে ৪৫) কুর্নিশ ক্যাপ্টেন কোহলির।
বুধবার আরসিবি ইনিংসের পরে। ছবি: টুইটার।

kkr homage ankit keshrai gautam gambhir tribute yubraj singh on defeat IPL8
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy