Advertisement
০৩ মে ২০২৪

‘ওয়াইন’-এর মতো তিনি, মত মাহির

এক দিনের ক্রিকেটে মোট রানের দিক থেকে অ্যাডাম গিলক্রিস্টকেও টপকে গেলেন ধোনি। এখন সামনে রইলেন শুধুই শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে রানের হিসেবে মহম্মদ আজহারউদ্দিনকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে চতুর্থ স্থানে ধোনি।

এই সেই শট। শুক্রবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেসন হোল্ডারের বিরুদ্ধে মারা এই ছক্কার শট নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য। ছবি: এএফপি

এই সেই শট। শুক্রবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেসন হোল্ডারের বিরুদ্ধে মারা এই ছক্কার শট নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০৪:২৩
Share: Save:

তাঁর ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনি দেখালেন, এখনও ব্যাট হাতে পুরনো ঝলক দেখাতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার কঠিন উইকেটে ৭৯ বলে ৭৮ অপরাজিত করেন প্রাক্তন অধিনায়ক। শেষের দিকে অতীতের ধোনিকে মনে করিয়ে দেন তিনি।

এক দিনের ক্রিকেটে মোট রানের দিক থেকে অ্যাডাম গিলক্রিস্টকেও টপকে গেলেন ধোনি। এখন সামনে রইলেন শুধুই শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে রানের হিসেবে মহম্মদ আজহারউদ্দিনকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে চতুর্থ স্থানে ধোনি।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডসের নামাঙ্কিত স্টেডিয়ামে সব চেয়ে বেশি নজর কেড়েছে ধোনির একটি শট। যার নামকরণ করা হচ্ছে হেলিকপ্টার শটের দ্বিতীয় সংস্করণ বলে। জেসন হোল্ডারের বলে অফস্টাম্পের দিকে সরে গিয়ে ধোনি স্কোয়্যার লেগের উপর দিয়ে ছক্কা মারেন। যা দেখে সেই সময় ধারাভাষ্য দিতে থাকা প্রাক্তন ক্রিকেটারেরা পর্যন্ত স্তব্ধ হয়ে যান।

শুক্রবার অ্যান্টিগার যে পিচে খেলা হয়েছিল, তা বেশ মন্থর গতির ছিল। স্ট্রোক নেওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল। ভারতীয় দল ৫০ ওভার ব্যাট করে চার উইকেটে ২৫১ রান তুলেছিল। ভারতীয় ব্যাটিং আন্দাজে খুবই কম রান কারণ, ইদানীংকালে নিয়মিত ভাবে ওয়ান ডে ক্রিকেটে তিনশোর উপর রান তুলেছে এই ভারতীয় দল। তা-ও ধোনি এবং কেদার যাদব মিলে শেষ দশ ওভারে একশো রানের উপর তুলেছিলেন বলে স্কোর আড়াইশো পেরোয়। কিন্তু এমন মন্থর উইকেটেও ধোনির ‘স্পেশ্যাল’ শট নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। ভারতীয় বোর্ডের সরকারি ওয়েবসাইট এই শটের ছবি পোস্ট করে। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ভাইরাল হয়ে যায় ধোনির ছক্কার ভিডিও।

আরও পড়ুন: ডার্বিতে আজ ক্রিকেটের ডার্বি

ভিভের মাঠে ধোনি যদিও শুধুই ব্যাট হাতে ঝড় তোলেননি। মাইকের সামনেও দারুণ ইনিংস খেলে গেলেন। ম্যাচের পরে পুরস্কার বিতরণীতে আসেন ম্যান অব দ্য ম্যাচ ধোনি। তাঁকে প্রশ্ন করা হয়, কী করে বয়স বাড়তে থাকলেও তিনি এত ভাল খেলছেন? দ্রুত এল জবাব, ‘‘এটা ওয়াইনের মতো।’’ তার পরেই যোগ করেন, ‘‘গত দেড় বছর ধরে আমাদের উপরের দিককার ব্যাটসম্যানরাই সব রান করে দিচ্ছিল। তাই এই সুযোগটা পেয়ে রান করতে পেরে ভাল লাগছে।’’ ধোনি এবং কেদার যাদবের পার্টনারশিপের জোরে আড়াইশো রানের গণ্ডি পেরোয় ভারত। তার পর স্পিনাররা ১৫৮ রানেই সাবাড় করে দেন ওয়েস্ট ইন্ডিজকে। চায়নাম্যান প্রতিভা কুলদীপ যাদব ৪১ রানে তিন উইকেট নেন। অশ্বিন নেন ২৮ রানে তিন উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কার্যত কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রান জেসন মহম্মদের ৪০। কোহালিরা ২-০ এগিয়ে থেকে আজ, রবিবার চতুর্থ ম্যাচ খেলতে নামছেন।

তবে অভিনব শটে ছক্কা, নিজেকে ‘ওয়াইন’-এর সঙ্গে তুলনা করাতেই থেমে ছিলেন না ধোনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করার সময় সারাক্ষণ হিন্দিতে তিনি কথা বলে গেলেন স্পিনারদের সঙ্গে। কার্যত কুলদীপ ও অশ্বিনের সাফল্যের অর্ধেক কৃতিত্ব দাবি করতে পারেন ধোনি। উইকেটের পিছন থেকে প্রায় প্রত্যেক বলে তিনি বলে দিচ্ছিলেন, কোথায় বল ফেলতে হবে। কয়েক বার এমন কথাও বলতে শোনা গিয়েছে যে, এই ব্যাটসম্যান কোথায় মারতে পারেন বা কোন অঞ্চলে মারতে পারবেন না।

মজার ব্যাপার হচ্ছে, কুলদীপদের সঙ্গে হিন্দিতে কথা বলে চলেছিলেন ধোনি। যাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা তাঁর পরামর্শ ধরতে না পারেন। সেটা নিয়ে পরে কথা বলতে গিয়ে ধোনি বলেন, ‘‘স্পিনারদের সাহায্য করা দরকার। কুলদীপ আইপিএলে অনেক ম্যাচ খেলেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অন্য জায়গা। পাঁচ-দশটা ম্যাচ খেলে ফেললে ও নিজেই বুঝে যাবে।’’

কোহালি জানিয়েছেন রবিবারের ম্যাচে নতুন ছেলেদের সুযোগ দিতে চান। অর্থাৎ ধোনির উত্তরসূরি হিসেবে যাঁকে ভাবা হচ্ছে সেই ঋষভ পন্থ খেলতে পারেন। তবে ধোনির জায়গায় খেলবেন কি না ঠিক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE