অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার রডনি হগ উসকে দিলেন নতুন বিতর্ক। এই যুগে ক্রিকেট খেললে নাকি বিশ্বের সেরা গড়ে পৌঁছতে পারতেন না ডন ব্র্যাডম্যান। তিনি বলেন, ‘‘আমি জানি এটা অসম্মানের। কিন্তু স্ট্যাটিসটিক্স দেখে আমার মনে হল আজকের যুগে খেললে ব্র্যাডম্যান এতটা সফল হত না। যতটা ওই সময় হয়েছে। ১৯২০ থেকে ১৯৫০এর মধ্যে ব্যাট করা অনেক সহজ ছিল আজকের থেকে।’’ হগের মতে, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান খাম খেয়ালি ছিলেন, কিন্তু ৯৯ গড় আজকের যুগে তাঁর হত না।
আরও খবর: ৩০০ রান! টি-টোয়েন্টিতে নয়া নজির দিল্লি ব্যাটসম্যানের