Advertisement
২৪ মার্চ ২০২৩
Sports News

এক গোলে হার মোহনবাগানের, ঝুলে থাকল আই লিগের ভাগ্য

জেতা হল না মোহনবাগানে। বরং আইজলের কাছে হেরেই কলকাতায় ফিরতে হচ্ছে সবুজ-েমরুন ব্রিগেডকে।শনিবারা জিতলেই চ্যাম্পিয়নশিপ পাকা হয়ে যেত সনি, কাটসুমিদের। কিন্তু তেমনটা হল না। শেষ ম্যাচের অনেক হিসেবের উপর নির্ভর করবে এ বার মোহনবাগানের ভাগ্য। আইজলের রাস্তাটা অনেক সহজ।

গ্যালারি ভর্তি আইজলে। মোহনবাগান-আইজল ম্যাচ শুরুর আগে। -নিজস্ব চিত্র।

গ্যালারি ভর্তি আইজলে। মোহনবাগান-আইজল ম্যাচ শুরুর আগে। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৪:০৪
Share: Save:

আইজল ১ (জোমিংলিয়ানা রালতে)

Advertisement

মোহনবাগান ০

জিতে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আবার লিগ শীর্ষে আইজল এফসি। মোহনবাগান ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নেমে গেল দু’নম্বরে।

• খেলা শেষ। একগোলে মোহনবাগানকে হারিয়ে দিল আইজল।

Advertisement

• বক্সের মধ্যে হ্যান্ডবল করে হলুদ কার্ড।

• ৯০ মিনিট, চার মিনিট অতিরিক্ত সময়।

• ৮৯ মিনিট, সহজ সুযোগ নষ্ট আইজলের।

• ম্যাচের সেরা জোমিংলিয়ানা রালতে।

• ৮৫ মিনিট, জেজের জায়গায় মাঠে নামলেন বলবন্ত সিংহ।

• ৮৩ মিনিট, কর্নার থেকে রালতের হেট সরাসরি মোহনবাগান জালে। জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন মোহনবাগান গোলকিপার দেবজিৎ।

• ৮২ মিনিট, গোওওওওওওওওওওওওওওওওল....

• ৭৬ মিনিট, বক্সের মধ্যে দারণ বল রাখলেন প্রবীর কিন্তু জেজের বলের সঙ্গে সংযোগ সঠিক হল না।

• ৭৩ মিনিট, আমনার শট বাইরে।

• ৭১ মিনিট, সনি নর্দির ফ্রিকিক বাঁচালেন আলবিনো।

• ৭১ মিনিট, আসুতোষ মেহতা হলুদ কার্ড দেখলেন।

• ৬৬ মিনিট, স্টেডিয়ামে বসে রয়েছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র, অর্থ সচিব দেবাশিস দত্ত।

• ৬৩ মিনিট, আজহারউদ্দিন মল্লিকের জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

• ৬১ মিনিট, আল আমনার দুরন্ত একক দৌড় মাঝ মাঠ থেকে। কিন্তু শেষ মুহূর্তের বক্সের মধ্যে থেকে ক্লিয়ার করলেন শেহনাজ সিংহ।

• ৫৯ মিনিট, ড্যারেল ডাফি হলুদ কার্ড দেখলেন।

• দ্বিতীয়ার্ধে পর পর আক্রমণে উঠছে আইজল।

• ৫৬ মিনিট, সহজ সুযোগ হাতছাড়া আইজলের। মিস করলেন দানমাউইয়া।

• ৫৪ মিনিট, আইজলের কর্নার।

• ৫২ মিনিট, আলফ্রেডের হলুদ কার্ড।

• ৫১ মিনিট, ডাফি-আলফ্রেড ঝামেলা।

• ৫০ মিনিট, আবার আইজলের আক্রমন। অল্পের জন্য বাইরে গেল।

• ৪৮ মিনিট, আইজলের আক্রমণ রুখলেন দেবজিৎ।

• ৪৭ মিনিট, বৃষ্টি কিছুটা কমেছে।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• প্রথমার্ধের খেলা শেষ।

• ৪৫ মিনিট, চার মিনিট স্টপেজ টাইম।

• ৪৩ মিনিট, আইজলকে চ্যাম্পিয়ন হতে হলে দু’গোলে জিততে হবে।

• ৪২ মিনিট, সনি নর্দির ফ্রিকিক পাঞ্চ করে বাইরে পাঠালেন আলবিনো। ফিরতি বলপে আহার শট উপর দিয়ে বেরিয়ে গেল।

• ৩৯ মিনিট, অসাধারণ কাউন্টার অ্যাটাকে আইজল।

• ৩৮ মিনিট, জয়েশ রায়ের গোলমুখি শট অল্পের জন্য বাইরে গেল। আইজলের প্রথম সদর্থক আক্রমণ।

• ৩৪ মিনিট, এর মধ্যেই খেলা শুরু করে দিলেন রেফারি। দৃশ্যমানতার বিশে, কোনও পরিবর্তন হয়নি।

• ২৯ মিনিট, কুয়াশায় ঢেকে গিয়েছে মাঠ। আপাতত খেলা বন্ধ।

• ২৬ মিনিট, সনিকে ফাউল করে মোহনবাগানকে ফ্রি কিক পাইয়ে দিলেন আল আমনা।

• ২৫ মিনিট, বৃষ্টির তীব্রতা কমেছে। দৃশ্যমানতাও বেড়েছে।

• ২৪ মিনিট, কাটসুমি থেকে বল পেয়ে গিয়েছিলেন সনি। কিন্তু আটকে দেন এজে কিংসলে।

• ২৩ মিনিট, আসুতোষ মেহতার সঙ্গে রাজু গায়কোয়াড়ের ধাক্কা।

• ২২ মিনিট, আইজল বক্সে ঢুকে পড়েছিলেন সনি। বক্সের কোনা থেকে মা চোট বক্সের সামনেই ডাপিকে বল বাড়িয়েছিলেন। কিন্তু কানেক্ট করতে ব্যর্থ ডাফি।

• ১৮ মিনিট, মাঝমাঠেই খেলা চলছে।

• ১৫ মিনিট, বৃষ্টির তীব্রতা বাড়ছে।

আইজলের স্টেডিয়াম।

• ১২ মিনিট, বক্সের মধ্যে ফাউল আইজলকে ফাউল মোহনবাগানের।

• ৯ মিনিট, প্রবল বৃষ্টিতে। মাঠের দৃশ্যমানতা কমে আসছ্ে।

• ৪ মিনিট, গ্যালারি পুরো ভর্তি।

• ৩ মিনিট, দারুণ সেভ। সনির থেকে পাস ধরে ডাফির গোলে শট। কিন্তু আলবিনোর দারুণ সেভ।

• ২ মিনিট, শুরুতেই ডাফির আক্রমণ।

• ১ মিনিট, ডানদিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে মোহনবাগান।

• খেলা শুরু।

• মাঠে নেমে পড়ছে দুই দলই।

• এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আইজলে।

শনিবারের এই ম্যাচই ঠিক করে দেবে আই লিগের ভাগ্য। মোহনবাগান বনাম আইজল এফসি। আইজলের মাটিতে হাড্ডাহাড্ডি লড়াই।

মোহনবাগান: দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, এডু, আনাস, আজহার, শেহনাজ, কাটসুমি, সনি নর্দি, জেজে, ডাফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.