Advertisement
E-Paper

আই লিগ শুরু ৭ জানুয়ারি

আইএসএলের মতোই আই লিগের ট্রফি প্রদান অনুষ্ঠানকে জমকালো করার কথা ভাবছে ফেডারেশন। তবে ফাইনাল শেষে মাঠে নয়। আলাদা অনুষ্ঠান করে। যা প্রথম বার সামনের বছর জুনের মাঝামাঝি করার কথা ভাবা চলছে। বুধবার দিল্লিতে ফেডারেশনের কর্মসমিতির সভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০৩:২৪

আইএসএলের মতোই আই লিগের ট্রফি প্রদান অনুষ্ঠানকে জমকালো করার কথা ভাবছে ফেডারেশন। তবে ফাইনাল শেষে মাঠে নয়। আলাদা অনুষ্ঠান করে। যা প্রথম বার সামনের বছর জুনের মাঝামাঝি করার কথা ভাবা চলছে।

বুধবার দিল্লিতে ফেডারেশনের কর্মসমিতির সভা। প্রেসি়ডেন্ট, সচিব-সহ শীর্ষস্থানীয় পদাধিকারীরা নির্বাচিত হবেন। আদালতে ফেডারেশনের বিরুদ্ধে নির্বাচন স্থগিত রাখার একটি মামলা মঙ্গলবার খারিজ হয়ে যাওয়ায় প্রফুল্ল পটেল-কুশল দাশরা ফের ফিরছেন ক্ষমতায়। তবে ফেডারেশনের কোনও পদে গোয়ার প্রতিনিধি থাকছেন না। ১৯৮৪-র পর প্রথম বার যে ঘটনা ঘটতে চলেছে। মামলা নিয়ে আদালত কী রায় দেয় তার দিকে তাকিয়ে ছিলেন কর্তারা। এ দিন তাই দিল্লির ফুটবল হাউসে ছিল খুশির হাওয়া।

এর মধ্যেই আই লিগের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিল ফেডারেশন। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ৭ জানুয়ারি। প্রতিপক্ষ লাজং। ওই দিনই মর্গ্যানের ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ বারাসতে। মেহতাব-ওয়েডসনরা খেলবেন আইজল এফসি-র বিরুদ্ধে। পরের দিন ৮ জানুয়ারি সঞ্জয় সেনের মোহনবাগান খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। যে ম্যাচ দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

সরোবরের মাঠ ও ফ্লাডলাইট পাওয়া নিয়ে ইতিমধ্যে আটলেটিকো দে কলকাতা কর্তাদের সঙ্গে কথা বলেছেন সবুজ-মেরুন কর্তারা। তাঁরা আশাবাদী মাঠ পাওয়া যাবে। এক বাগান কর্তা বললেন, ‘‘নিয়মেই আছে ফ্লাডলাইটের খরচ দেবে ফেডারেশন। ফলে আলোর বিল মেটানো নিয়ে সমস্যা নেই। তবে যে বাতিস্তম্ভগুলো ভাড়ায় নেওয়া হয়েছে সেগুলোর খরচ আমরা দিয়ে দেব। সব নিয়ে কথা চলছে।’’ কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। পরিবেশ আদালতের নানা বিধিনিষেধ রয়েছে সরোবরে আলো জ্বালানো নিয়ে। সেটা মোহনবাগানকে মানতে হবে সেখানে ম্যাচ খেলতে হলে।

আই লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রথম পর্বের ডার্বি ১২ ফেব্রুয়ারি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে বড় ম্যাচ। যেটা লাল-হলুদের হোম ম্যাচ হিসেবে বিবেচিত হবে। আই লিগের ফিরতি পর্বের সূচি স্থগিত রাখা হয়েছে মূলত মাঠ নিয়ে সমস্যার জন্য। বাগান কর্তারা কোন মাঠে নিজেদের ডার্বি খেলবেন তা এখনও জানাননি ফেডারেশনকে। এ দিকে, এ বার আই লিগ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে এক কোটি টাকা। টুর্নামেন্টের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘কোন কোন ম্যাচ সরাসরি সম্প্রচার হবে তা ঠিক করতে আলোচনা চালাচ্ছেন স্পনসরররা।’’

এ দিকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে গেলেও বাগান এখনও প্র্যাক্টিসে নামেনি। জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর অনুশীলন শুরু করবেন কোচ সঞ্জয় সেন। সনি, জেজে, আনাসরা শহরে এলে পুরো টিম নিয়ে অনুশীলন শুরু করতে চাইছেন সবুজ-মেরুন কর্তারা। এ দিকে লাল-হলুদের পথে অনেকটাই পা বাড়িয়ে ফেললেন রোমিও ফার্নান্ডেজ। তাঁর সতীর্থ মন্দার রাও দেশাই গেলেন বেঙ্গালুরু। সঞ্জু প্রধান সই করলেন ডিএসকে শিবাজিয়াস্নে।

East Bengal Mohun Bagan I-League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy