Advertisement
০৪ মে ২০২৪
Sports News

পেনাল্টি-লাল কার্ড-ঝামেলা, ম্যাচ কিন্তু গোলশূন্য

বুধবার আই লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মিনার্ভা এফসি ও লাজং এফসি। টানটান উত্তেজনার সেই ম্যাচের ফল কলকাতার দুই দলের কাছে হতাশারই।

মোহনবাগান বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আই লিগ ফেসবুক।

মোহনবাগান বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: আই লিগ ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৫
Share: Save:

মোহনবাগান ০

চেন্নাই সিটি ০

ফল যাই হোক না কেন ঘটনাবহুল মোহনবাগান-চেন্নাই ম্যাচ। কী ছিল না সেই ম্যাচে? পেনাল্টি, পেনাল্টি নষ্ট তো ছিলই। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ভন্সপল। ঝামেলার জেড়ে প্রায় ১০ মিনিট বন্ধ থাকল খেলা। সঙ্গে মোহনবাগান ফুটবলারের পায়ের আঘাতে মাথা ফাঁটল চেন্নাই গোলকিপারের। ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হল ১২ মিনিট। শেষ ৮ মিনিট সঙ্গে ১২ মিনিট আরও পেয়েও ১০ জনের চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে গোলের মুখ খুলতে পারল না মোহনবাগান।

বুধবার আই লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মিনার্ভা এফসি ও লাজং এফসি। টানটান উত্তেজনার সেই ম্যাচের ফল কলকাতার দুই দলের কাছে হতাশারই। যদিও ফুটবলের বিচারে বেশ ভাল খেলা হল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মিনার্ভা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে লাজং। লাজংয়ের নিশ্চিত গোল বাতিল হয় ফাউলের জন্য। আর তার পরই ৩-২এ ম্যাচ জিতে নেয় মিনার্ভা। মিনার্ভা পয়েন্ট নষ্ট করলে লাভ হত ইস্টবেঙ্গল, মোহনবাগানের। কিন্তু তেমনটা হল না। এই ফল জেনেই চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান।

প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে এই চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। এ দিনই মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিতর রেকর্ড ধরে রাখল চেন্নাই। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলছিল মোহনবাগান। ভুটান থেকে আসা বিমল মাগরকে এ দিন দেখে নিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। আজহারউদ্দিনের পরিবর্তে তাঁকে নিয়ে এলেন ৩৪ মিনিটে।

আরও পড়ুন
সুনীলদের কোচ থাকছেন কনস্টানটাইনই

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাথায় চোট পান চেন্নাই গোলকিপার উরোস। ব্যান্ডেজ বেঁধে নামলেও খেলতে পারেননি তিনি। গোলকিপার বদলাতে বাধ্য হন চেন্নাই কোচ। আর সেই গোলকিপার কবির তৌফিকের হাতেই আটকে যায় আক্রমের পেনাল্টি কিক।

এখানেও বাকি ছিল একপ্রস্থ নাটক। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভন্সপল। সেই সময় তারিফকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। তারিফের আগেও একটা হলুদ কার্ড ছিল। কিন্তু এডউইন বেরিয়ে গেলেও তিনি থেকে যান মাঠে। তা নিয়ে আবার চতুর্থ রেফারির সঙ্গেও আলোচনা করতে দেখা যায় অল-ফিল্ড রেফারিকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে ই এক প্রস্থ ঘটনার ফলে অতিরিক্ত সময় দেওয়া হয় ১২ মিনিট। কিন্তু তাতে ম্যাচের ফলের কোনও পরিবর্তন হয়নি। এক পয়েন্টি নিয়েই ফিরছে মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE