নয়াদিল্লিতে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। সেই ম্যাচের চেয়েও এই মুহূর্তে চর্চায় বেশি উঠে আসছে নয়াদিল্লির বায়ুদূষণ। যার জন্য বৃহস্পতিবার এ দেশে এসে প্রথম বার অনুশীলনে নেমে বাংলাদেশের লিটন দাস মাস্ক পরতে বাধ্য হয়েছিলেন।
এই ব্যাপারে বাংলাদেশের ব্যাটসম্যান বলেছেন, “কিছু সময়ের জন্য কষ্ট হচ্ছিল। তাই মাস্ক পরেছিলাম। তা ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক রয়েছে। এই মুহূর্তে দল টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স করার দিকেই ফোকাস রাখছে। ক্রিকেটারদের কাছে মানিয়ে নেওয়ার জন্য এটা দারুণ সুযোগ।” নির্বাসিত শাকিব আল হাসানের ব্যাপারে লিটন বলেছেন, “শাকিব হল আমাদের দলের সেরা ক্রিকেটার। আমরা ওকে অবশ্যই মিস করব। চোটের জন্যও তো ওকে আমরা বেশ কিছু সময় পাইনি, সেটাও মাথায় রাখতে হবে।”
রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা নিয়ে পরিবেশবিদদের আপত্তি রয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এই ম্যাচ অন্যত্র করার জন্য চিঠিও পাঠিয়েছিলেন পরিবেশবিদরা। গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারও সাফ জানিয়ে দিয়েছিলেন যে, টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চেয়েও বায়ুদূষণ অনেক গুরুতর সমস্যা। যদিও শেষ মুহূর্তে ম্যাচ সরানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিসিসিআই। কারণ, ম্যাচ আয়োজনের সঙ্গে আনুষাঙ্গিক অনেক কিছু জড়িত থাকে। পরবর্তীকালে এই ব্যাপারটা খেয়াল রাখবেন বলে জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট।
আরও পড়ুন: দূষণের জন্য কোটলায় মাস্ক পরে অনুশীলন বাংলাদেশের লিটনের
আরও পড়ুন: ‘শাকিব এই ভুল করবে, ভাবতেই পারিনি’
Bangladesh team first practice session after arriving in India today at Arun Jaitley Stadium, Delhi.#BCB pic.twitter.com/cFRh0M32e2
— Bangladesh Cricket (@BCBtigers) October 31, 2019