নেমারের পর কি স্পেন ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এই আশঙ্কাতেই আপাতত মাথায় হাত লা লিগা কর্তাদের!
চলতি সপ্তাহেই স্পেন ছেড়ে ফ্রান্সের ক্লাবে চলে গিয়েছেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি লা লিগা কর্তারা। তার মধ্যেই শনিবার স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত একটি খবর ঝড় তুলেছে মাদ্রিদে। যেখানে রিয়াল মাদ্রিদ তারকা স্বীকার করেছেন যে তিনি কর সমস্যায় তিনি বিরক্ত। ফিরতে চান ইংল্যান্ডে। যা তিনি জানিয়েছেন আদালতের বিচারককে।
আদালতে ঠিক কী বলেছেন রোনাল্ডো? গত সোমবার ছবি সত্ত্ব থেকে প্রাপ্ত রোজগার থেকে এক কোটি তিয়াত্তর লক্ষ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে আদালতে হাজিরার দেন রোনাল্ডো। সেখানেই বিচারককে জানিয়েছেন, ২০০৪ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর এই ছবি সত্ত্ব থেকে আয়ের যাবতীয় ব্যাপার দেখভাল করতেন ক্রিস ফার্নেল নামে এক বিশেষজ্ঞ ক্রীড়া-আইনজীবী। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, আদালতে রোনাল্ডো বলেছেন, ‘‘মাঠে অন্যদের চেয়ে আলাদা থাকতে চাইলেও, মাঠের বাইরে সতীর্থরা যে পথে চলে, আমি ঠিক সেই পথেই হেঁটেছি এক্ষেত্রে।’’ আদালতে দোষী সাব্যস্ত হলে রোনাল্ডোর জরিমানা হবে দু’কোটি আশি লক্ষ ইউরো। সঙ্গে সাড়ে তিন বছরের জেল। যে প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘‘ইংল্যান্ডে এই সব ব্যাপার নিয়ে আমার কোনও সমস্যাই হত না। তাই আমার ইংল্যান্ডেই ফিরে যেতে ইচ্ছা করে।’’
এর পরেই শুরু হয়ে যায় জল্পনা। এ দিকে শনিবারই রিয়ালের হয়ে প্রথম অনুশীলনে নামলেন রোনাল্ডো। রিয়াল কর্তারা জানিয়েছেন, সি আর সেভেন তাঁদের ক্লাবের হয়েই খেলবেন চলতি মরসুমে। কিন্তু তাতেও যে কপালের ভাঁজ দূর হচ্ছে না!