Advertisement
১৮ মে ২০২৪

গেল-ঝড় থামানোর ছক তৈরি রাখছে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে সেই ক্রিস গেলের দলের বিরুদ্ধেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। আর সেই ক্রিকেট-মহারণের আগে অস্ট্রেলিয়া শিবির সাজাচ্ছে গেলকে কম রানে ফেরানোর পরিকল্পনা। সে কাজে বড় দায়িত্ব পেতে পারেন জেসন বেহরেনডর্ফ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ০৫:০৬
Share: Save:

আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পরেই অস্ট্রেলিয়া দলকে সতর্ক করেছেন প্রাক্তন বিশ্বজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয়। কারণটা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ। যারা এ বারের বিশ্বকাপে সেই ক্লাইভ লয়েডের দলের মতোই ঝলমলে। বলে আগুন ঝরিয়ে পাকিস্তানকে হারিয়েছে। ব্যাটেও ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসা ওপেনার ক্রিস গেল।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে সেই ক্রিস গেলের দলের বিরুদ্ধেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। আর সেই ক্রিকেট-মহারণের আগে অস্ট্রেলিয়া শিবির সাজাচ্ছে গেলকে কম রানে ফেরানোর পরিকল্পনা। সে কাজে বড় দায়িত্ব পেতে পারেন জেসন বেহরেনডর্ফ।

অস্ট্রেলিয়া বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য প্যাট কামিন্স ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগেই গেলকে উদ্দেশ্য করে শুরু করে দিয়েছেন মাঠের বাইরের বাক্‌যুদ্ধ। যা অস্ট্রেলীয়দের চিরাচরিত অস্ত্র। নিজেকে দেওয়া গেলের ‘ইউনিভার্স বস’ নামকে কটাক্ষ করে কামিন্স বলছেন, ‘‘মিস্টার ওয়ার্ল্ডওয়াইড না কী নামে যেন নিজেকে ডাকে! তার বিরুদ্ধে খেলাটা সব সময়েই চ্যালেঞ্জ। দারুণ ব্যাটসম্যান। খেলতে নামলেই তো ছক্কা মারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC World Cup 2019 Cricket Australia West Indies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE