Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জিততে মরিয়া মর্গ্যানের মগজে শেষ চারের অঙ্ক

বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জেতার পরে ইংল্যান্ড সহজেই সেমিফাইনালে যাবে মনে করেছিলেন অনেকে। কিন্তু  শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরে মর্গ্যানরা চাপে পড়ে যান।

পরীক্ষা: ভারতের বিরুদ্ধে আজ কঠিন লড়াই মর্গ্যানদের। রয়টার্স

পরীক্ষা: ভারতের বিরুদ্ধে আজ কঠিন লড়াই মর্গ্যানদের। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০৪:২০
Share: Save:

মরণ-বাঁচন ম্যাচের আগে দেশের পরিবেশের সঙ্গে আরও ভাল করে মানিয়ে নিতে হবে তাঁদের দলকে, মনে করছেন অইন মর্গ্যান। তবে প্রবল চাপের মুখেও তাঁরা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ভেঙে পড়বেন না বলে আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জেতার পরে ইংল্যান্ড সহজেই সেমিফাইনালে যাবে মনে করেছিলেন অনেকে। কিন্তু শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরে মর্গ্যানরা চাপে পড়ে যান। শনিবার আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবলের চার নম্বরে উঠে এসেছেন সরফরাজ়রা। যা পরিস্থিতি তাতে মর্গ্যানদের শেষ চারের জায়গা পাকা করতে হলে রবিবার ভারতকে হারাতে হবে, তার পরে জিততে হবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে।

শনিবার মর্গ্যান বলেন, ‘‘ঘরের মাঠে নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা খুব সম্মানের ব্যাপার। আমরা যদি এই দুটো ম্যাচ জিততে পারি, সেমিফাইনালে চলে যাব। সেমিফাইনালে জিতলে ফাইনালে উঠব। এখনও অনেক খেলা বাকি। আমরা মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘হার নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা এই ম্যাচটা হারলেও অঙ্কের বিচারে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে থাকবে, তবে আমরা দুটো ম্যাচেই জিততে চাই।’’

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই হারতে হয়েছে তাঁদের, মনে করছেন তিনি। মর্গ্যান বলেন, ‘‘প্রতিটা ম্যাচে দলের ক্রিকেটাররা যে রকম দায়বদ্ধতা দেখিয়েছে তা নিয়ে কিছু বলার নেই। তবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। এর আগের দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে বিশ্বকাপে এই বিষয়টা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই হবে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের ব্যাটিং শক্তিশালী। বড় রান তুলতে পারছি আমরা। তাই বড় রান উঠতে পারে সে রকম পিচে খেলতে চাইব।’’

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, গত তিন ম্যাচে চোটের জন্য মাঠে নামতে না পারা জেসন রয় রবিবার খেলার জন্য তৈরি হচ্ছেন। এই তিন ম্যাচের মধ্যে দুটোতেই হারে ইংল্যান্ড। বিশ্বকাপের গোড়ার দিকে জেসন রয় বাংলাদেশের বিরুদ্ধে ১২১ বলে ১৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তাই তাঁর না থাকাটা ইংল্যান্ডকে বড় ধাক্কা দিয়েছিল। ভারতের বিরুদ্ধে তাই জেসন রয়কে নামাতে মরিয়া ইংল্যান্ড। তিনি যদি একশো শতাংশ সুস্থ না-ও হন, তাও তাঁকে নামাতে পারে তাঁরা। পাশাপাশি এই ম্যাচে জোফ্রা আর্চারকে পাওয়া যাবে কি না সেই প্রশ্নেও একই রকম উত্তর দেন মর্গ্যন। তাঁর পাঁজরে চোট রয়েছে। ‘‘জোফ্রা কী রকম থাকে দেখা যাক। গত তিনটি ম্যাচেই ওর এই সমস্যা হচ্ছে। যদি চোটের জন্য ও ছিটকে যায় তা হলে ওকে এই ম্যাচে খেলাব না। কিন্তু যদি ও নামার মতো পরিস্থিতিতে থাকে তা হলে খেলবে,’’ বলেন মর্গ্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE