ভারতের সমর্থকরা অনেক আগেই ধরে নিয়েছিলেন লর্ডসের ফাইনালে উঠবে ভারত। তার জন্য অনেক আগে থেকেই ফাইনালের টিকিট কিনে নিয়েছিলেন তাঁরা।
কিন্তু, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত।এরকম পরিস্থিতিতে লর্ডস কি ভরবে রবিবার? ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যথেষ্ট সংখ্যক দর্শক কি হাজির থাকবেন গ্যালারিতে? ভারতের সমর্থকরা যদি মাঠেই না আসেন, তা হলে তো লর্ডস পুরো ভরবে না।
এই আশঙ্কায় ফাইনালের আগে ভারতের সমর্থকদের অনুরোধ জানিয়ে টুইট করেন নিউজিল্যান্ডের তারকা জিমি নিশাম। তাঁর আর্জি, ভারতের সমর্থকরা যদি লর্ডসের ফাইনাল দেখতে না চান, তবে তাঁরা যেন সেই টিকিট আইসিসি-কে দিয়ে দেন। তা হলে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের যে সমর্থকরা ফাইনালের টিকিট হাতে পাননি, তাঁরা টিকিট সংগ্রহ করতে পারবেন।