Advertisement
০৩ মে ২০২৪

ভারতীয় অস্ত্রকে সামলানোর টোটকা দিলেন পিটারসেন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং ওপেন করতে এসে যে স্পেল বুমরা করে গেলেন, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে দেখা যায়নি ফ্যাফ ডুপ্লেসির দলকে।

ছবি এপি।

ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ০৫:২৪
Share: Save:

যশপ্রীত বুমরা কি অপ্রতিরোধ্য? তাঁকে সামলানোর কোনও উপায় আছে? ভারত ছাড়া বাকি ন’টি দেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটাই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং ওপেন করতে এসে যে স্পেল বুমরা করে গেলেন, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে দেখা যায়নি ফ্যাফ ডুপ্লেসির দলকে। কুইন্টন ডি’কক ও হাসিম আমলাকে ক্রিজে থিতু হওয়ার সময় দেননি ভারতীয় পেসার। গতি, সুইংয়ের সঙ্গে বাউন্সের মিশেল সামলানোর কোনও উপায় পাননি দুই ওপেনার।

দক্ষিণ আফ্রিকার এই অবস্থা দেখে বাকি দলগুলোকে আগেই সতর্ক করে দিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও ইংল্যান্ডের হয়েই খেলেছেন পিটারসেন। তাই নিজের অভিজ্ঞতা থেকেই বুমরাকে সামলানোর উপায় বার করেছেন প্রাক্তন ক্রিকেটার। তবে সেটা শুধুমাত্র ডান-হাতি ব্যাটসম্যানদের জন্য।

পিটারসেনের টুইট, ‘‘ডান-হাতি ব্যাটসম্যানদের জন্য একটি ছোট উপদেশ। বুমরার বিরুদ্ধে অফস্টাম্প গার্ড নিয়ে খেলো। চেষ্টা করো সোজা অথবা স্কোয়ার লেগ ফিল্ডারের (লেগস্টাম্পের) মধ্যে রান বার করার। অফস্টাম্পে একটি বলও খেলো না।’’

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে দুই উইকেট নেন বুমরা। এখনও পর্যন্ত ৫০টি ওয়ান ডে খেলে তাঁর উইকেটসংখ্যা ৮৭। বোলিং গড় ২২.০০। তাঁর অভিষেক হওয়ার পরের থেকে ডেথ ওভারে তাঁর চেয়ে বেশি উইকেট কেউ নিতে পারেননি (৪৪)। এ বার নতুন বলেও ভয়ঙ্কর দেখাচ্ছে তাঁকে। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারতের। সেখানে পিটারসেনের উপদেশ মেনে অ্যারন ফিঞ্চরা ব্যাট করেন কি না সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Jasprit Bumrah Kevin Pietersen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE