Advertisement
E-Paper

ব্যাট করতে করতে বাংলাদেশের ফিল্ডিংও সাজিয়ে দিলেন ধোনি!  

বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে দেখা গেল অন্য ছবি। ব্যাট করতে করতে প্রতিবেশী দেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ১৪:৫৬
বাংলাদেশের বিরুদ্ধে ধোনি-ধামাকা। ছবি: রয়টার্স।

বাংলাদেশের বিরুদ্ধে ধোনি-ধামাকা। ছবি: রয়টার্স।

উইকেটের পিছনে দাঁড়িয়ে বিরাট কোহালির জন্য বহুবার ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ফিল্ডিং নিয়ে সমস্যায় পড়লেই কুলদীপ যাদব তাকান ধোনির দিকে। তখন ধোনি ত্রাতা হিসেবে ধরা দেন।

বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে দেখা গেল অন্য ছবি। ব্যাট করতে করতে প্রতিবেশী দেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি। ম্যাচের ৩৯ তম ওভারের ঘটনা। বল হাতে দৌড়চ্ছেন সাব্বির রহমান। ধোনি হঠাৎই তাঁকে থামিয়ে দিয়ে ফিল্ডিং পরিবর্তন করতে বলেন। মিড উইকেটের ফিল্ডারকে সরিয়ে স্কোয়ার লেগে পাঠানোর অনুরোধ জানান ভারতের প্রাক্তন অধিনায়ক।

ধোনির কথামতোই ফিল্ডিং পরিবর্তন করে বাংলাদেশ। বিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ধোনি, এই দৃশ্য দেখার পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ টুইট করেন, বিপক্ষ দলের জন্যও ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ধোনি। আর এক জন টুইট করেছেন, বাংলাদেশের দল সাজানোর ক্ষেত্রে মেন্টরের ভূমিকায় এমএস ধোনি। বাংলাদেশের ফিল্ডিং কেন সাজাতে গেলেন তিনি, তার ব্যাখ্যা অবশ্য দেননি মাহি। বাংলাদেশের বোলাররা ধোনিকে থামাতে পারছিলেন না। ফিল্ডার ঠিকঠাক জায়গায় রেখে নিজের ব্যাটিং ভাল করে ঝালিয়ে নেওয়ার জন্যই হয়তো ধোনি এমন কাজ করেছেন। ক্রিকেটভক্তদের অনুমান এমনই।

আরও খবর: বিশ্বকাপজয়ী দলের সদস্যদের নিয়ে সর্বকালের সেরা একাদশে নেই ধোনি!

আরও খবর: ‘ধোনি যখন মনে করবে, তখনই অবসর নেবে’

বিশ্বকাপের আগে কোহালির চিন্তা কমালেন ধোনি। বাংলাদেশের বিরুদ্ধে ৭৮ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। ৮টি চার ও ৭টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। বিশ্বকাপ শুরুর আগে ধোনিকে নিয়ে সমালোচনা করেছিলেন নিন্দুকরা। কথায় বলে, শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে জ্বলে উঠে ধোনি হয়তো সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন।

ICC World Cup 2019 World Cup 2019 MS Dhoni Bangladesh India Warm Up Match ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy