হিটম্যান ধামাকা চলছে চলতি বিশ্বকাপে। আরও একটা সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সাত ইনিংসে চার সেঞ্চুরি করে সঙ্গকারার বিশ্বরেকর্ড ছুঁলেন। ছোঁব ছোঁব করছেন স্বয়ং সচিনের বিশ্বরেকর্ডকে। কী কী নজির এল বা আসছে রোহিতের ব্যাটে, এক এক করে দেখে নিন।
২ / ৮
ক্রিকেট ইতিহাসে বহু রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। বিশ্বকাপের এক অনন্য নজিরও রয়েছে তাঁরই দখলে। মোট ছয়টি বিশ্বকাপ খেলে সর্বাধিক ছ'টি সেঞ্চুরির নজির রয়েছে লিটল মাস্টারের।
Advertisement
Advertisement
৩ / ৮
বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনের এক ধাপ দূরে এসে গেলেন রোহিত। সচিনের পর সবচেয়ে বেশি বিশ্বকাপ সেঞ্চুরির নজির এত দিন যুগ্ম ভাবে ছিল কুমার সঙ্গকারা এবং রিকি পন্টিংয়ের। এ দিন এই দুজনকে ছুঁয়ে ফেললেন রোহিত। আর একটা বিশ্বকাপ সেঞ্চুরি করলেই ছোঁবেন সচিনকে।
৪ / ৮
বিশ্বকাপে মোট সেঞ্চুরির তালিকায় এরপরেই আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবি ডেভিলিয়ার্স এবং মাহেলা জয়বর্ধনের। এঁদের প্রত্যেকের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা চার।
Advertisement
৫ / ৮
এক বিশ্বকাপে সর্বাধিক শতরান এতদিন ছিল সঙ্গকারার। ২০১৫ বিশ্বকাপে পর পর চারটি সেঞ্চুরি করেন তিনি। পর পর না হলেও, সঙ্গকারার সেই চার সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁলেন রোহিত।
৬ / ৮
এই বিশ্বকাপে আর একটা সেঞ্চুরি পেলেই এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের একক বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন রোহিত।
৭ / ৮
চলতি বিশ্বকাপে আপাতত রোহিতের ব্যাটিং গড় ৯০.৬৭৬। সর্বোচ্চ রান ১৪০। মোট রান ৫৪৪।
৮ / ৮
সব মিলিয়ে একদিনের আন্তর্জাতিকে আপাতত ২০৭ ইনিংসে রোহিতের মোট রান ৮৫৫০। গড় ৪৮.৫৬।